Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AN Then
on 12/03/2025, 01:21:57 UTC
এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে।
একদম সঠিক বলেছেন আপনি আমি Notpixel প্রায় আমার ৮০০ ডলারের উপরে ইনভেস্ট ছিল কিন্তু সেখান থেকে আমি মাত্র ২০০ ডলার তুলতে পারি। যদিও বা এয়ারড্রোপ ছিল ফ্রি কিন্তু তাদের মেকানিজম এরকম ছিল যে আপনি যদি বেশি আর্ন করতে চান তাদের রেওয়ার্ড তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইনকাম পারচেজ করতে হবে যেটা একপ্রকার ইনভেস্টমেন্ট ছিল।

প্রজেক্ট এর হাইপও ছিল তুঙ্গে কারণ Notcoin & Dogs ছিল নট গেমস এর সবচাইতে সাকসেসফুল দুইটি প্রজেক্ট। আর এর হাইট এটা দেখেই বোঝা যায় কারণ এরা যখন টেলিগ্রাম আর্ন বটে লঞ্চপুল এনেছিল শুধুমাত্র এই লঞ্চপুলে জয়েন করার জন্য মানুষ এত পরিমানে নট কয়েন এবং টন কিনেছিল যে কিনা এক্সচেঞ্জার থেকে উইথড্র বন্ধ করে দিতে হয়েছিল তারা নট কয়েন এবং তন দিতে পারছিল না বলে।

একদিনে একটি লঞ্চ ফুলের জন্য নর্থক্যেন এবং টন প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পান করেছিল। তাই এর হাইপও ছিল খুব তুঙ্গে। কিন্তু শেষমেশ প্রজেক্টটি তাদের ইনভেস্টরদের থেকে গুটিয়ে নিয়েছে। তাদের রেভিনি উ যে পরিমাণ ছিল তারা সহজে চাইলেই যে কোন এক্সচেঞ্জারের লিস্ট করতে পারত । কিন্তু তারা সেটা না করে শুধুমাত্র ডেক্সে লিকুইডিটি দিয়েছে।

যেটা ক্লিয়ারলি একপ্রকার স্ক্যাম ছিল। যখন এত বড় একটি টিম তাদের ইউজারদের থেকে এভাবে গুটিয়ে নেয় তখন তারা ইউসার বেজ হারাতে শুরু করে। এবং আমি মনে করি যে এর জন্য টেলিগ্রামের সিইও পাবেল ধ্রুব ও দায়ী।

সর্বোপরি বলব টেলিগ্রাম মিনি এপ এর হাইপ ছিল তারা সেটা ইউটিলাইস করতে পারে নাই। তাই বলব মিনি এপ থেকে ১০০ হাত দূরে থাকতে।
ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি একসময় টেলিগ্রামের সবগুলো বট মনোযোগ দিয়ে করতাম। বিশেষ করে Dogs coin পাওয়ার পর এটার প্রতি বেশি আগ্রহ জন্মায় । কারণ কোন পরিশ্রম ছাড়াই ফ্রিতে টাকা পাইলে কে না খুশি হয় বলুন। এমন খুশিতে আমি Not pixel এ 50 ডলারের মত ইনভেস্ট করেছিলাম সেখান থেকে আমি তুলতে পেরেছি মাত্র ৩৫ ডলারের মত। তাহলে দেখুন আমার এখনো ১৫ ডলারের মত লস রয়েছে। আমি হয়তো ভুলে গিয়েছিলাম লোভে পাপ পাপে মৃত্যু

ভাই এখন যদি আমারে কেউ 10-15 হাজার টাকা দিয়ে বলে তুমি এই প্রজেক্ট টা করো এখান থেকে ভালো একটা প্রফিট পাবে। বিশ্বাস করুন আমি বাকি জীবনেও বট আর করবো না। কারণ এটাতে শুধু শুধু সময় নষ্ট আর জীবন ধ্বংস হওয়ার রাস্তা। তাই দয়া করে কেউ এই রাস্তায় পা দিবেন না। ধন্যবাদ সবাইকে