এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে। অনলাইন জিনিসটা ভাই সাময়িক আপনি যতই ইনকাম করেননা কেনো অনলাইন থেকে যেকোনো উপায়ে আপনি সেটা দিয়ে পুরো জীবন পার করতে পারবেন না। আপনাকে ফিজিক্যাল কিছু করতে হবে। তাই অযথা ফাও জিনিসে সময় নষ্ট না করে ক্যারিয়ার ঠিক রাখতে ব্যবসা বা চাকরিতে মন দিতে হবে।
আমি একটা ফিজিক্যাল ব্যাবসাই দিয়েছি। তবে এখানে বেচা কেনার চাইতে একা বসে থাকা উপভোগ করি আমি। মাঝে মাঝে কাষ্টমারের চাপ থাকে, তখন আবার বিরক্ত হয়ে যাই যে এসব ব্যাবসা আমার জন্য না। আবার মনে হয় অন্তত ঘরের বউ এর থেকে দূরে থাকি, এটাই শান্তনা। পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কত বড় অশান্তি, সেটা আশা করি যারা বাসায় থাকেন, তারা জানেন। কোনো একটা দিন মনে করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ যাবে, সেদিন সংসারের ১০১ টা কাজ সামনে এসে হাজির হবে। বাচ্চাকাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। কাজ বন্ধ করে পিসিতে কার্টুন দিয়ে বসে থাকা লাগবে। যাই হোক, গ্রাম অঞ্চলে কি রেখে কি করবো সেটাই বুঝতে পারছি না। কোনো কিছুতেই প্রফিটের দেখা পাচ্ছি না।