Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 14/03/2025, 04:40:05 UTC
এটা কোন প্রকৃতির মস্করা
আচ্ছা লোকাল থ্রেট এর ভাই ব্রাদার দের কাছে একটি প্রশ্ন [ur=https://bitcointalk.org/index.php?action=profile;u=3527025]@Onzen[/url] এই ব্যক্তি দেখা যাচ্ছে আমাদের লোকাল থ্রেট এ আগে পোস্ট করেছেন। বর্তমানে তিন মস্করা শুরু করেছেন নাকি কিছুই বুঝছি না এই ব্যক্তির অতীত খারাপ পূর্বে সে চিটিং করতে গিয়ে ধরা খেয়েছে আবার কি সে মস্করা শুরু করেছে আমাদের লোকাল থ্রেট এর নাম খারাপ করার জন্য।। আজকে দেখছি হুট করে তিনি 1xbit এর সিগন্যাচার ক্যাম্পিং চালু করেছে আমার 1xbit সর্ম্পকে সবাই অবগত।। কে জানে এই ব্যক্তি কি করতে চাচ্ছে।। এই ধরনের মস্করা জনিত কাজ না করে সময় এর সঠিক মূল্য দিলেও পারেন ভাই।। যাতে আপনার ও কাজে আসবে এবং আমাদের বাংলাদেশী দের নাম ও খারাপ হবে না।। কি সব শুরু করেছে ফালতু কাজ বাজ।। পোস্ট টি দেখে খুব রাগ লাগছে এবং খারাপ লাগছে।।
যে কাজটা করছে সে একদম কমনসেন্স ছাড়া এই কাজটা করছে। তার উদ্দেশ্যে হচ্ছে খারাপ সে কিভাবে ভালো কিছু করবে এর আগেও দেখলাম বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য ট্যাগ খেয়ে আছে। সেই ট্যাগ খাওয়ায় একাউন্ট দিয়ে আবার নতুন করে ট্যাগ খাওয়ার জন্য স্ক্যাম সিগনেচার ক্যাম্পিং লঞ্চ করেছে। সতর্ক থাকবে এরকম সিগনেচার আসলে ভুলেও জয়েন করার চেষ্টা করবেন না। সেখানে এপ্লাই করা মাত্রই আপনি সবার চোখে থাকবেন এবং ট্যাগ খেয়ে যাবেন।

আমাদের বাংলা কমিউনিটির রেপুটেশন এমনি ফোরামে অনেক খারাপ অবস্থায় আছে এর মধ্যে যদি এরা এরকম করে তাহলে আমাদের বাংলা কমিউনিটির রেপুটেশন আরো খারাপ হয়ে যাবে ফোরামে। আপাতত কোন চিন্তার কারণ নেই কারণ ইতিমধ্যেই সে আগে কেলেঙ্কারির জন্য ট্যাগ খেয়ে রয়েছে এখন নতুন করে এটা পোস্ট করার কারণে তাকে আরও ট্যাগ দেওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে। এইবারে তার অ্যাকাউন্টটা নিষিদ্ধ হয়ে গেলে সবচেয়ে ভালো হবে এরকম ভাবে স্ক্যাম পোস্ট করতে পারবে না। এদের কাজ হচ্ছে স্ক্যাম করা এবং ডেপুটেশন নষ্ট করা এরা ভালো দিকে সময় দেবে না। তাই ফোরামের সিগনেচার ক্যাম্পেইন আসলেই জাপিয়ে পড়ে এপ্লাই করবেন না। দেখে শুনে এপ্লাই করবেন এতে কোন স্ক্যাম প্রজেক্টে অ্যাপ্লিকেশন করা হবে না আপনার কোন সমস্যা হবে না।
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য হয়তো জেনে শুনেই এই স্ক্যাম প্রজেক্ট রান করছে। ম্যানেজারের একবার ভাবা উচিত ছিল বিশেষ করে অতীতে এই প্রজেক্ট নিয়ে কয়েকজন ম্যানেজার পোস্ট করেছিলো এবং প্রত্যেকেই নেগেটিভ ট্রাস্ট খেয়ে গেছে। এই ম্যানেজার ইচ্ছে করে আরো বেশি নেগেটিভ ট্রাস্ট খাওয়ার জন্যই এরকম প্রজেক্ট আবার রান করার চেষ্টা করছে।
তবে আজকে দেখলাম বাংলাদেশের একজন ভাই এই সিগনেচারে রিজার্ভ পোস্ট লিখে রেখেছে। ওই ভাইয়ের উচিত তাড়াতাড়ি ডিলিট করে দেওয়া অথবা ডিলিট লিখে 24 ঘন্টা অপেক্ষা করা। তা না হলে ওই ভাইয়ের জন্য সমস্যা হতে পারে।