Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Royal Cap
on 15/03/2025, 14:14:17 UTC
Quote
চাকরি করার অভিজ্ঞতা নেই এখন শুরুতেই যদি এমন প্রেশার দেয় তাহলে কেমন হয়। এখন চিন্তায় আছি কি করবো। কেউ একটা বুদ্ধি দেন। কালকের মধ্যে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাতে বলছে। চাকরিটা করবো কি না। আমার এখন কি করা উচিৎ কেউ একটা উপদেশ দিলে ভালো হয়। অনলাইন জগৎ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে প্রফেশনাল কিছু করা উচিৎ। অনলাইনে কোনো সুযোগ থাকলে সেটা বোনাস, এই ভেবে চাকরি করতে চাইলাম। এখন বুঝতেছি না কি করা উচিৎ। আপনারা কি বলেন ?
ভাই কর্পোরেট সেক্টরে এমনই আপনাকে দিয়ে তারা দশ লাখ টাকার কাজ করালে আপনাকে বেতন দিবে দশ হাজার টাকা।( কথায় আছে বেতন কম চ*** বেশি) আর প্রথম অবস্থাতে এরকম কাজ করেই নিজের সিভি ভারি করার এক্সপেরিয়েন্স নিতে হয়। মোটামুটি যদি কোন সেক্টরে এক বছরের এক্সপেরিয়েন্স নেওয়া যায় তাহলে আর চাকরি নিয়ে চিন্তা করতে হয় না । আমার মতে প্রথম এক বছর কষ্ট হলেও আপনার এই চাকরিটা করা উচিত।

 আর কি ধরনের বা কোন সেক্টরের  জব যদি একটু বিস্তারিত বলতেন তাহলে সবার বুঝতে এবং সাজেশন দিতে আরো সুবিধা হত।