বাংলাদেশে কী শুরু হলো? পত্রিকার ঢুকলে শুধু ধর্ষন আর ধর্ষন, বাংগালীরা কী আসলে ভালো হবে না? আজকে একটা নিউজ দেখে খুবই হতাশ হলাম, ৮ বছরের শিশুকে ধর্ষন করে হত্যার চেষ্টা করেছিলো, হত্যা করতে পারে নাই, কিন্তু গত ১৩ই মার্চ আছিয়া নামের মেয়েটি পরপারে চলে যায়। ভাই বিষয়টি ভেবে দেখেছেন? ৮ বছরের মেয়ের মধ্যে কি ছিলো? তারা কী দেখে আকর্ষিত হয়েছিলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
বিগত বছর গুলোতে ধর্ষণের রেকর্ড গুলো যদি দেখেন, ৮০ শতাংশ ধর্ষণ এর ভুক্তভোগী হচ্ছে ১৮ বছরের নিচের মেয়ে। মানুষের পেট থেকে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যারা এই ধরনের ধর্ষক, প্রতিটা কেস ই দেখবেন গোমূর্খ লোকজন যেগুলো দেখতেই অমানুষের মতো লাগে, এরা ধর্ষণ করেছে। একটা বাচ্চা মেয়ে ইভেন তার বাবার হাতে ধর্ষিত হয়েছে, এই কেস আপনি কিভাবে দেখবেন? এই জানোয়ার জন্ম নিলো কিভাবে এই দেশে? এসব ঘটনা কি বাইরের দেশ গুলোতে হয়? আমার জানা নেই। তবে আমাদের দেশ এবং আমাদের পাশের দেশ ভারতে এসব ঘটনা প্রায় রেগুলারই ঘটে থাকে। এর থেকে প্রতিকার হলো ঘাড় থেকে মাথা নামিয়ে দেয়া। এ ছাড়া আর উপায় দেখছি না আপাতত।
আপনার ধারণার সাথে আমি একমত কেননা এইরকম জঘন্য ধর্ষণের একমাত্র সাক্ষী ইনস্ট্যান্ট মৃত্যু। গণধোলাই অথবা প্রকাশ্যে গর্দান দিয়ে মৃত্যু নিশ্চিত করায় এইরকম জঘন্য ধর্ষনের শাস্তি হতে পারে। ৮ বছরের আছিয়া যেভাবে নিজের লোকদের দ্বারা ধর্ষিত হলো সেটার একমাত্র প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করলে এবং আইন প্রণয়ন করলে অবশ্যই আমাদের দেশেও ধর্ষণ কমিয়ে আনা সম্ভব।