Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 2 users
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 18/03/2025, 11:21:10 UTC
⭐ Merited by Ricardo11 (3) ,Crypto Library (1)
@DYING_S0UL
ভাই আপনি দেখলাম আমাদের বিটকয়েন ফোরামের সার্ভিসে একটি পিসিং ক্যাম্পেইন চলতেছে সেখানে দেখলাম আপনি জয়েন হয়েছেন। কিভাবে কি করতে হবে একটু যদি আমাদের বুঝায় দিতেন তাহলে অবশ্যই আমরা উপকৃত হতাম। বিষয়টা আমার কাছে জটিল মনে হচ্ছে যদি একটু এখানে পরিষ্কার করে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। যদি আপনার যথেষ্ট সময় থাকে তাহলে একটু বুঝাইয়া দিতেন।

https://bitcointalk.org/index.php?topic=5535260.msg65168192#msg65168192

পোস্টটি ভালো করে কয়েকবার পড়ুন।

ঐখানে কিছু ফিসিং ডোমেনের লিংক দেখতে পাবেন। উদাহরণস্বরূপ: exch[.]cash। আর তারই পাশে দেখবেন, কিছু ওয়েবসাইটের লিংক বা ইমেইল দেয়া আছে।

  • রিপোর্ট করার নিয়ম হলো (ইমেইলের ক্ষেত্রে)

১. প্রথমে আপনি আপনার ইমেইল এপস (জিমেইল, প্রোটোনমেইল,আউটলুক ইত্যাদি) চালু করে নিউ ইমেইল কমপোসে ক্লিক করবেন

২. এরপর recipient বক্সে যাদের কাছে কমপ্লেইন করবেন তাদের ইমেইল দিবেন। উদাহরণস্বরূপ: abuse@namecheap.com

৩. তারপর নিচে আরো দুটি বক্স দেখবেন। CC এবং BCC। CC মানে Carbon Copy। তো এই বক্স দুটিতে এই ইমেইল বসাবেন (support@exch.cx) - এটি সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ

৪. তারপর সাবজেক্ট দিবেন। উদাহরণস্বরূপ: reporting phishing domain

৫. এরপর আপনার রিপোর্ট লিখতে হবে। বেশি কিছু লেখা লাগবে না। জাস্ট লেখবেন যে, XYZ সাইট একটি ফিসিং সাইট, যেখানে এটি ABC নামক সাইটটিকে ইমপার্সোরেট করতেছে। এই ফিসিং সাইটের কারনে অনেকের আর্থিক ক্ষতি হয়েছে, আমি আশা করবো আপনারা অতি দ্রুত এই নকল ডোমেইনটি বন্ধ করবেন।

কাজ শেষ!

  • ওয়েবসাইট দিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে

(Ticket/Case ID) নোট করে রাখবেন। এটা support@exch.cx কে ইমেইল করে পাঠাতে হবে। আর বাকি স্টেপ কমবেশি একই।

আশা করি বুঝছেন।