আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার ফিরে এসেছি। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে অনেক দিন ফোরাম থেকে দূরে ছিলাম। এখন থেকে সক্রিয় থাকার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।
আজ বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ দেখে আমি সত্যিই খুশি। আমার মনে হয় আজ হাজার হাজার বাংলাদেশি ফুটবল ভক্তের হৃদয়ে আনন্দ দেখেছি। যদিও বাংলাদেশ গোল করার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে, তবুও আজ তাদের খেলা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে।
কারণ, এখন পর্যন্ত আমরা যতগুলো ম্যাচ দেখেছি, তাতে আমার মনে হয়েছে এটা দুটি দেশের খেলা নয়, বরং দুটি অঞ্চলের খেলা। তাদের আগের খেলাগুলো দেখে মনে হয়েছে দলের কেউ কৃষক, কেউ রাখাল, কেউ চাকরিজীবি। আবার যারা একটু কম দৌড়াতে পারত তারা গোলপোস্টের দায়িত্ব ছিল। আবার, ডিফেন্ডারদের দিকে তাকিয়ে মনে হয়েছে তারা ফুটবল নয়, মানুষকে কিক করতে এসেছে।
অর্থাৎ, আমাদের গ্রামাঞ্চলে যে ধরণের খেলা হয় আমিও তাদের খেলায় তেমনি দেখতাম।

কিন্তু আজকের পুরো খেলাটি দেখে আমার মনে হলো যেন আমি বিশ্বকাপের খেলা দেখছি। বাংলাদেশর খেলায় আজকে ছন্দ ছিল। ছন্দের পতন কম দেখেছি। যদিও আমাদের দলের এখনও অনেক উন্নতি করার আছে তবে, আজকের খেলাটি আগের যেকোনো খেলার তুলনায় সত্যিই অনেক ভালো ছিল।
আমি খেলার দোষ ধরতে চাই না। আমি কেবল আশাবাদী যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে ফিফা বিশ্বকাপে খেলবে। আমরা আমাদের দেশ সম্পর্কে গর্বের সাথে কথা বলতে পারবো।