Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BTC_pokaop
on 30/03/2025, 18:35:17 UTC
ভাই একটা বিপদে পড়েছি, আমি মাত্র binance এ P2P সেলের মাধ্যমে ডলার সেল করলাম। আমি আমার নগদ একাউন্টে টাকা পাইসি। কিন্তু আমি পেমেন্ট রিলিজ করতে পারতেসি না। কারণে আমার গুগল অথেন্টিকেটর এ 2 স্টেপ দেয়া ছিল। আমি এখনো সেই সেলিং পেইজেই আছি। আমার ইমেইলেই কোড আসে কিন্তু Authenticator এ হারিয়ে ফেলসি।
এখন যদি রিসেট দিতে যায় লেখা আসে 24 ঘণ্টার জন্য P2P সেলিং অফ করে দিবে? সেক্ষেত্রে কি আমার এই অর্ডার কনফার্ম হবে??

Update :- আপিল করে দিয়েছি ডলার কেটে নিয়েছে। এখন একাউন্টের কি কোনো প্রবলেম হবে?

নিচে 2 টা ইমেজ দিয়ে দিলাম
আমি পোস্টগুলো পড়ার সময় আপনার পোস্টটি দেখতে পেলাম, আপনাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। আপনি আপনার সমস্যাটি কিভাবে সমাধান করলেন? মানে আপনি ডলার রিলিজ করেছিলেন কিভাবে?