Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 01/04/2025, 17:35:44 UTC
এমন সারাজীবন চলতে থাকলে কেমন হবে সেটা জানিনা। তবে ফোরাম হ্যাক হয় নি এই ব্যাপারে ১০০% নিশ্চিত থাকেন। এই কথা কেনো বলছি সেটার ব্যাখ্যা দিতে চাই না। যা কিছু হচ্ছে সব লিগ্যাল এক্সেসের মাধ্যমে হচ্ছে। এপ্রিল ফুল হলে তো হলোই, ঠিক হয়ে যাবে আর এভাবে চললেও আপাতত আমার কোনো সমস্যা আমি দেখছি না।
এটা নতুন কিছু না। প্রতিবছর এপ্রিল ফুল পানন করা হয় এই ফোরামে। Theymos প্রতি বছর নতুন নতুন আতঙ্কে ফেলে ফোরামের ইউজারদের। তবে যারা ফোরামের পুরাতন ইউজার তারা ঠিকই জানে এগুলা এপ্রিল ফুল। তবে তারা রিসেন্টলি এসেছে ফোরামে তারা গাবরাইয়া যাইতে পারে। গতবছর দেখছি এভাবে এপ্রিল ফুল পালন করতে। কালকে সকালেই দেখবেন সব আগের মত ঠিক হয়ে গেছে। আর দেখেন কারো প্রোফাইল কোনো প্রকার পরিবর্তন হয়নি। শুধুমাএ যখন পোস্ট করতেছে তখন প্রোফাইলে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ব্যবহার করা হইছে টেম্পোরারি।