Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 03/04/2025, 00:44:44 UTC
তো ভাইয়েরা কি অবস্থা সবার। ঈদ কেমন কাটলো? এইবার সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে তো ২০১৯ সালের মতো আবার বিতর্ক সৃষ্টি হইছে। ২০১৯ সালে তারা একদিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছিলো যার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ১ টা রোজা ভঙ্গ হইছিলো। বেশকিছু সোর্সমতে তারা কাফফারা হিসাবে ১.৬ বিলিয়ন রিয়াল প্রদান করে। এবারও চাঁদ দেখা আর ঈদ ঘোষনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হইছে। কি মনে হয় এবারও কি সৌদি আরব ১ দিন আগেই ঈদের ঘোষনা দিয়ে দিছে?
আমরা বাংলাদেশীরা সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখে তার পরের দিন থেকে আমরা রোজা রাখি ও ঈদ করি। আমরা মূলত সৌদি আরবের উপর নির্ভরশীল হয়েই রোজা রাখা ও ঈদ করা পালন করে থাকি এক্ষেত্রে যদি সৌদি আরবে একদিন আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে তাহলে তো আমরা ওই একদিন আগেই ঈদ করে ফেলেছি। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় মালয়েশিয়া থাকে তারা বাংলাদেশের সাথেই ঈদ করেছে। যদিও মালয়েশিয়া সৌদি আরবের সাথে ঈদ পালন করে কিন্তু এবার মালয়েশিয়া বাংলাদেশ একই সাথে ঈদ পালন করেছে। তবে চাঁদ দেখা ও রোজা পালন করা সম্পূর্ণ সৌদি আরবের উপর মুসলিম দেশগুলো নির্ভর করে। এক্ষেত্রে তারা যে ঘোষণা দেবে সেটাই অন্যান্য মুসলিম বিশ্বের পালন করতে বাধ্য। এক্ষেত্রে যদি একটা রোজা কম করে থাকে তাহলে সৌদি আরব অবশ্যই যে কোন একটি প্রস্তাবনা বিল পাস করবে। তবে আমার মনে হয় না তারা এরকম কিছু এবার করবে।
ভাই অন্য আরব দেশগুলো সৌদি আরব যে ঘোষনা দিবে তা মানতে বাধ্য এই কথাটা ভুল। সৌদি আরবের পাশের দেশ মিশরে ৩০ টা রোজা হইছে বাংলাদেশের সাথে তারা ঈদ করছে অথচ রোজা রাখছে সৌদি আরবের সাথে। আর আল্লাহ কিংবা নবী কিন্তু সৌদি আরবের উপর নির্ভরশীল হতে বলেনি। রোজা রাখা বা ঈদ করা সম্পুর্ণ চাঁদ দেখার উপরে নির্ভরশীল। সৌদি আরব নবীর দেশ কিন্তু সৌদি আরবে এতো পরিমানে খারাপ কাজ হয় যা অনেক পশ্চিমা দেশে হয় না। সৌদি আরব কখনোই মুসলিম বিশ্বের রোলমডেল হতে পারে না। সৌদির মানুষ যেই পরিমাণ আকাম করে আমার মনে হয় যদি আল্লাহর ঘর আর আমার নবী এই সৌদি আরবে না থাকতো এই সৌদি আরবকে আল্লাহ কবেই ধ্বংস করে দিতো।