আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন!
গতকাল রাতে প্রাণের শহর কক্সবাজার এসেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। ছোট ভাই ভাগিনা ভাতিজা সবাই খুব এনজয় করছিল। যেহেতু ঈদের সময় তাই বিচে কোন বেঞ্চ পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সুগন্ধা বিচের যে ঝাউ বাগান, সেই বাগানেই রেস্ট নিতে শুরু করি। সেখানে মাদুর পেতে আমরা তিন চার জন শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ব্যাগের নিচে আমার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ছিল। হুট করে একচোরে এসে আমার ব্যাগের নিচ থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক নিয়ে হাটা ধরে। কিন্তু ভাগ্যক্রমে আমি তাকে ধরে ফেলতে সক্ষম হই।
আসল ঘটনার শুরু এখানেই। তাকে ধরে ফেলার পর আশেপাশের যে ক্যামেরাম্যান গুলো ছিল তারা এসে বারবার চোরের পক্ষে সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে আমার সাথে থাকা ছোট ভাইদের মারধর শুরু করে। আমি জরুরি সেবা ট্রিপল নাইন এ ফোন দেই। তারা পুলিশ পাঠাচ্ছে বলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট করে। অবশেষে পুলিশ আসে। কিন্তু এখানেই শুরু আর এক নতুন কাহিনী। যদিও চোরকে আমরা কোন মারধর করিনি, তবু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। পুলিশ বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান আমরা আপনাদের পিছনে আসছি। কিন্তু আমাদের জানা ছিল না পুরাটাই একটা সিন্ডিকেট। যে অটোতে করে পাঠাইছে হসপিটালের জন্য সেই অটোওয়ালা ও সিন্ডিকেটের অংশ। আমাদের অটোর পেছনে পুলিশের গাড়ি আসার কথা ছিল, কিন্তু পুলিশ আসেনি, উলটো সেই চোরের ১০-১৫ জন লোক আমাদের পিছু নেয়।
একটু সামনে গিয়ে এসে অটোওয়ালা একটা গলিতে ঢুকিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না আমরা কিছু বুঝতে পারেনি। তারপর হুট করেই সে চোর নেমে দেয় দৌড়, যদিও এতোক্ষন সে সেন্সলেস ছিলো। আর সেই চোরের যেই ১০-১২ জন লোক গিয়েছে পিছনে তারা আমাদের মোবাইল এবার কেড়ে নিতে শুরু করে। সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
ভাই এটা কি শুনাইলেন? লিটেরিলি মাথা খারাপ হওয়ার মতো ঘটনা!
আমি নিজেও কয়েক মাস আগে কক্সবাজার গেছিলাম, তো আমাদের সাথেও এরকম বাজে এক্সপেরিয়েন্স হয়! চান্দের গাড়ি করে আমরা মেরিন ড্রাইভে যাই, যেতে যেতে অলমোস্ট টেকনাফের কাছাকাছি চলে যাই, তো সেখানে একটা বিচে আমরা বন্ধুবান্ধব ঘোরাফেরা করতেছিলাম, একেবারে মানবহীন বিচ বলা চলে। ৫-৭ টা নৌকা, আর আশেপাশে হাতে গোনা স্থানীয় লোক। সন্ধাও হয়ে আসছিল।
তো হঠাৎ করে এক লোক এসে বলে আপনাদের কারোর ফোন হারাইছে নাকি চেক করেন, তিনি নাকি একটা ফোন পাইছে কুড়িয়ে। সাথে সাথে আমাদের ঘটকা লাগে। যার ফোন সে তো অবশ্যই কল দিতো হারালে বা সিম খুলে মালিকের সাথে যোগাযোগ করতে পারতো। কিন্তু তা না করে আমাদের কাছে এপ্রোচ করে। আমরা সাথে সাথে ঐখান থেকে গাড়ি নিয়ে চলে যাই। বড়সড় বিপদ থেকে বেচে যাই। ডাকাত টাকাত হওয়ার সম্ভবনা ছিলো।
রাস্তায়ও বিপদ করে না। পেছনে দেখি একটা গাড়ি আমাদের পেছনে পেছনে আসতেছে। পরবর্তীতে আমরা একটা চেকপোস্ট দেখতে পাই যেখানে আর্মিরা ছিলো। তো তাদের ঘটনা বলে তাড়াতাড়ি হোটেলের উদ্দেশ্যে রওনা দেই।
আপনাদের অবস্থা কেমন এখন? কোনো ক্ষতি হইছে?