আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন!
গতকাল রাতে প্রাণের শহর কক্সবাজার এসেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। ছোট ভাই ভাগিনা ভাতিজা সবাই খুব এনজয় করছিল। যেহেতু ঈদের সময় তাই বিচে কোন বেঞ্চ পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সুগন্ধা বিচের যে ঝাউ বাগান, সেই বাগানেই রেস্ট নিতে শুরু করি। সেখানে মাদুর পেতে আমরা তিন চার জন শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ব্যাগের নিচে আমার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ছিল। হুট করে একচোরে এসে আমার ব্যাগের নিচ থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক নিয়ে হাটা ধরে। কিন্তু ভাগ্যক্রমে আমি তাকে ধরে ফেলতে সক্ষম হই।
আসল ঘটনার শুরু এখানেই। তাকে ধরে ফেলার পর আশেপাশের যে ক্যামেরাম্যান গুলো ছিল তারা এসে বারবার চোরের পক্ষে সাফাই গাইতে থাকে। এক পর্যায়ে আমার সাথে থাকা ছোট ভাইদের মারধর শুরু করে। আমি জরুরি সেবা ট্রিপল নাইন এ ফোন দেই। তারা পুলিশ পাঠাচ্ছে বলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট করে। অবশেষে পুলিশ আসে। কিন্তু এখানেই শুরু আর এক নতুন কাহিনী। যদিও চোরকে আমরা কোন মারধর করিনি, তবু সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। পুলিশ বলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান আমরা আপনাদের পিছনে আসছি। কিন্তু আমাদের জানা ছিল না পুরাটাই একটা সিন্ডিকেট। যে অটোতে করে পাঠাইছে হসপিটালের জন্য সেই অটোওয়ালা ও সিন্ডিকেটের অংশ। আমাদের অটোর পেছনে পুলিশের গাড়ি আসার কথা ছিল, কিন্তু পুলিশ আসেনি, উলটো সেই চোরের ১০-১৫ জন লোক আমাদের পিছু নেয়।
একটু সামনে গিয়ে এসে অটোওয়ালা একটা গলিতে ঢুকিয়ে দেয়, যেহেতু আমরা চিনি না আমরা কিছু বুঝতে পারেনি। তারপর হুট করেই সে চোর নেমে দেয় দৌড়, যদিও এতোক্ষন সে সেন্সলেস ছিলো। আর সেই চোরের যেই ১০-১২ জন লোক গিয়েছে পিছনে তারা আমাদের মোবাইল এবার কেড়ে নিতে শুরু করে। সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
কি বলেন ভাই এই অবস্থা। আমি আসলে এক কক্সবাজার খুব বেশি যায় নাই। আমি মাত্র একবার গিয়েছিলাম সেখানে। তবে এরকম ঘটনা স্বীকার হয়নি। তুমি সেই সময় লক্ষ্য করেছি সেখানে শুধুমাত্র ধান্দা চলে ছলে কৌশলে ১০ টাকার কোন জায়গায় আপনাকে ১০০ টাকা খরচ করতে বাধ্য করবে। এটি বড় সমস্যা নয় নিজের হাত দিয়ে নিজের ইচ্ছায় দশ টাকার জায়গায় ১০০০ টাকা খরচ করলেও তার জন্য আফসোস হয় না। তবে আপনি যে ঘটনার কথা বললেন এটি খুবই দুঃখজনক বিশেষ করে পুলিশ এবং ৯৯৯ এর যে সার্ভিসের কথা বললেন এটি শুনে খুবই দুঃখ পেলাম। আমি রিসেন্টলি কক্সবাজার যাওয়ার একটি পরিকল্পনা করছিলাম পরিবার নিয়ে কিন্তু যে কথা শোনালেন তাতে তো আর যেতে ইচ্ছে করতেছে না। সমস্যা হচ্ছে এখন সিজন না যার কারণে কক্সবাজার সম্ভবত মানুষের আনাগোনা কম আর এই সুযোগে এসব চোর বাটপার এমন চুরি ডাকাতি করতেছে। চোর বাটপার এরকম করবে স্বাভাবিক তবে পুলিশ যা করেছে তা এরকম টুরিস্ট স্পটে কখনোই এক্সপেক্ট করা যায় না। আপনার উচিত ছিল আবারও ৯৯৯ এ কল করে এর অভিযোগ করা। ৯৯৯ ভালো একটি সার্ভিস তবে তারা ওই এরিয়াতে দায়িত্বে থাকা যাদের আপনাদের কাছে পাঠিয়েছিল তারা হচ্ছে সিন্ডিকেটের সাথে জড়িত।