Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 04/04/2025, 15:42:17 UTC
সেখান থেকে কোন রকম আমরা দুজন পালিয়ে আসি। আর পুলিশের যে গাড়ি যাওয়ার কথা ছিল তারা আসলে যায়নি। বাংলাদেশের পুলিশের কাছ থেকে যে সেবা পেয়েছে এবং ৯৯৯ এর কাছ থেকে যে সেবা পেয়েছি, তা ভুলে যেতেই চাইবো।
ভাই বিষয়টি খুবই দুঃখজনক, আসলে আমাদের বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী কখনোই ভালো হবে না। শেখ হাসিনা দেশের পালিয়েছে তাই পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারলাম ওই পুলিশ সদস্যরা চোরদের সাথে জড়িত রয়েছে। পুলিশ যেখানে সাধারণ মানুষের বন্ধু হওয়ার কথা, সেখানে চোরদের সাথে জড়িত হয়ে চোরের বন্ধু হয়ে থাকে। তাহলে এমন পুলিশ আমাদের বাংলাদেশে থেকে কি লাভ? আরেকটি কথা বললেন যে ক্যামেরা ম্যানরা চোরদের পক্ষ নিয়ে কথা বলছে, আমার মনে হয় ক্যামেরাম্যানরাও চোরদের সাথে জড়িত রয়েছে। আপনারা সেখানে কয়জন লোক ছিলেন? আপনারা দুজন পালিয়ে ছিলেন, কিন্তু অন্য সকল যারা ছিলেন তারা কি করেছে?

গত কয়েকদিন আগে ঘন ঘন দর্শনের কথা শুনে ভয়ে ছিলাম তাই আমি এবার ঈদে স্ত্রী বাবা মা ভাই বোন নিয়ে কোথাও বেড়াতে যাইনি, খালার বাড়ি নানার বাড়ি এই সকল জায়গায় ঘুরতে গিয়েছিলাম। যারা এই সময়ে ধুরে কোথাও ঘুরতে যাবেন, তারা সকলেই সাবধানে থাকবেন। আমি সকলের মঙ্গল কামনা করি।