Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bluedrem
on 07/04/2025, 04:05:27 UTC
এই থ্রেডে কি দেশ ও বিদেশের বর্তমান প্রেক্ষাপট,  কিছু গুরুত্বপূর্ণ তথ্য , তথ্য ও পরিবেশের অসংগতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে পারি ? যেখান থেকে আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারলাম আবার পরিবেশে কি ধরনের অসঙ্গতি হচ্ছে সে বিষয়ে মোটামুটি স্বেচ্ছার হতে পারলাম। যেমন ধরুন ন্যাশনাল প্রোটেস্টের আওতাভুক্ত সারা পৃথিবীব্যাপী সকল মানুষ কর্মবিরতি পালন করছে,, কিন্তু আমরা অনেকেই জানিনা এই ন্যাশনাল প্রোটেস্ট জিনিসটা কি।