Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 08/04/2025, 03:24:59 UTC
বাংলাদেশের মানুষের মতো ফালতু মানুষ কোথাও আর আছে কিনা আমার জানা নেই। কাজের বেলায় খবর নাই আছে আজাইরা কামে শুধু লাফালাফি। দেখবেন দুনিয়ার যতো ফালতু জিনিস আছে সেসব জিনিস নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি অনলাইনে। একটা টপিক পাইলে কয়েকদিন এই সেই করে সব উল্টাইয়া ফেলতেছে, কিন্তু দুইদিন পরেই দেখবেন নতুন একটা কিছু পাইলে আগের টপিক ভুলে গেছে সবাই।
দেশের মানুষ আসলে ভাই একটা ট্টেন্ড এর উপর দিয়ে চলে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন যেটা বেশি রিচ পায় সেটা নিয়ে মিনিমাম ২-৩ দিন মাতামাতি চলে। কি একটা অবস্থা সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছে তাই বিশ্বাস করতেছে এবং এটা কতটুকু সত্য এবং এটা কতটুকু ভিত্তি আছে এগুলো সম্পর্কে কোন চিন্তা ভাবনা করে না। মানবিক মূল্যবোধ নাই বললেই চলে তার ভিতরে ভালো-মন্দ বিচার করার ক্ষমতাটুকু মনে হয় তাদের নেই। ওই যে কয় আইলো তার পিছে যাইলো এই হচ্ছে অবস্থা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। আসলে ভাই এরা কোনদিন পরিবর্তন হবে কিনা জানিনা এই ফেসবুক ইউটিউব টিক টক এগুলা থেকে আরও বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে মানুষ। ‌ একটি সুন্দর করে গান বাজনা লাগিয়ে ভিডিওটা একটু সুন্দর করে এডিট করে যে কোন কিছু ছাড়লেই সেটা নিয়ে দেখবেন ভাইরাল হয়ে গেছে সেটা সত্য হোক বা মিথ্যা হোক কোন কিছু যাচাই করা সময় নেই তাদের। বাঙালিরা পরিবর্তন হবে না ভাই এদের দ্বারা পরিবর্তন সম্ভব না এরা এভাবেই চলছে এভাবেই চলতে থাকবে।
কি আর বলবো ভাই মাঝেমাঝে দুঃখ লাগে কেনো যে আল্লাহ এমন একটা ফালতু জায়গায় জন্ম দিলো।
এরকম কথা বলতে হয় না ভাই আল্লাহ আমাদের যেখানে মানানসই সেখানেই জন্মগ্রহণ করিয়েছে এর জন্য আমরা আফসোস না করি। মানুষ বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এগুলো থেকে ভিন্ন ধরনের চিন্তাভাবনা করব যেটা সত্য সেটা যাচাই করার চেষ্টা করব যেহেতু আমাদের বুঝার জ্ঞানটুকু আছে সত্যতা যাচাই করার পরে কোন কথা বলবো এবং পদক্ষেপ নিয়ে এলোমেলো মানুষের মতো পদক্ষেপ বা কথা বলবো না তাহলেই হয়ে গেল। আপনার জ্ঞান বুদ্ধি সবই আছে আর নেই আপনার মত করে চলেন কিন্তু ভাই আফসোস করিয়েন না।