Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bluedrem
on 08/04/2025, 03:36:44 UTC
আল্লাহ তাআলার কোন দোষ নেই ভাই। আমরা নিজেরাই আমাদের ভাগ্যকে নষ্ট করেছি এবং আমরা আমাদের কৃতকর্মের জন্য আমাদের ভাগ্যকে দোষারোপ করি। দেখেন বাংলাদেশের tiktoker রা কোন একটি টপিক পেলে সেই টপিককে রীতিমতো টেনে হিচড়ে শেষ করে দেয়। টিকটকের কারণে এখন পর্যন্ত কত গুরুত্বপূর্ণ ঘটনা চাপা পড়ে গেছে তার কোন ইয়ত্তা নেই। দেখেন একটি চা বানাও আমার জন্য কী পরিমাণ ভাইরাল, তরমুজ কী পরিমাণ ভাইরাল, শুধু বাংলাদেশে নয় যারা আমাদের প্রবাসে থাকে তারাও বিদেশিদের শিখিয়েও ভাইরাল করে দিচ্ছে। অথচ এই সকল টিকটকাররা আসল জিনিস ভাইরাল করে না‌। যত্তসব ফালতু মিডিয়া ফালতু বিনোদন।

সেটাই ভাই জাতি হিসাবে আমরা আসলেই অনেক ফালতু। টিকটকারদের সবগুলারে গুলি করে দিতে পারলে মনে শান্তি পাইতাম। আমার ফোনে আজ পর্যন্ত কোনোদিন টিকটক ইনস্টল দেই নি। মানুষ এতো আজাইরা সময় পায় কই ভাই সেটাই বুঝি না। দরকারি কাজ করারই তো সময় পাই না মানুষ কই পায় এতো ফালতু সময়। প্রোগ্রামিং যখন করছি ১৭/১৮ ঘন্টা একটানা কাজ করছি সাথে পেওনিয়ার এর ডিউটি ও করছি। ঘুমানোর সময় পাই নি। যাই হোক জীবন যেখানে নিয়ে যাওয়ার কথা ছিলো ঠিক তার উল্টো দিকে নিয়ে আসছে। তবুও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষের চেয়ে তো ভালো আছি।

জীবন আমারে এমন পরিস্থিতিতে নিয়ে আসছে যে, আমার পরে আমার পরিবারকে দেখার যদি কেউ থাকতো তবে কোনদিনই দুনিয়া থেকে বিদায় নিতাম।

যাইহোক আলহামদুলিল্লাহ ভালো আছি।
ইউরোপিয়ানরা জাতি হিসেবে এত উন্নত কেন জানেন? তাদের অর্থনৈতিক ব্যবস্থা এত শক্তিশালী কেন এ বিষয়কে ধারণা করতে পারেন?
আসলে আমার মনে হয় এ বিষয়ে তাদের সবচেয়ে বেশি সহায়তা  করেছে কর্মব্যস্ততা ও পরচর্চা হীনতা, আমরা যদি আমাদের দেশের কোন একটি চায়ের দোকানে অথবা কোন একটি আড্ডায় বসি তাহলে আমরা পাশের বাড়ির মেয়ের কোন ছেলের সাথে সম্পর্ক, কার ছেলে কয় টাকা ইনকাম করে, কোন বাড়ির বউটা সুন্দরী, কোন বাড়ির বউটা কুৎসিত এইগুলা নিয়ে চর্চা করতে থাকি ,, বলাই তো আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওই সময় আমাদের মস্তিষ্কে দুনিয়ার সমস্ত শয়তানে সে ভর করে, আপনি ইউরোপিয়ানদের দিকে লক্ষ্য করেন তারা কখনো কাউকে নিয়ে চর্চা করে না আর চর্চা করবেই বা কখন তাদের তো সেটা করার মত সময় নেই।