Post
Topic
Board Other languages/locations
Re: Bangladesh 47th Powerful Country In The World 2025
by
God Of Thunder
on 09/04/2025, 08:58:10 UTC
ড. ইউনুস মাত্র ৮ মাসে বাংলাদেশকে ১২৩তম স্থান থেকে ৪৭তম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছেন। ডঃ ইউনুস থাকাকালীন সময়ে যা কিছু হবে সবকিছু স্বপ্নের মতই হবে যেটা মানুষ কখনো কল্পনা করতে পারেনি সেটা খুব সহজে হয়ে যাচ্ছে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে এখন নজর রাখার চেষ্টা করছে।

কি এক নিউজ নিয়া পুরো বাংলাদেশ মেতে উঠছে। আরে ভাই, একটু রিসার্চ না করলে যে কতো সমস্যা, এটা এই নিউজ টা দেখেই বুঝা যাচ্ছে। প্রথমত, এটা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের দিকে, আর এই ডাটা তৈরী করা হয়েছে ২০২৩ সালের তথ্যের ওপর ভিত্তি করে, যে সময় মূলত হাসিনা ক্ষমতায় ছিলো। এখানে ইউনুস সরকারের কোনো ক্রেডিট বা ডিস ক্রেডিট নাই। পুরো ফেইসবুক এই নিউজ দিয়ে সয়লাব হয়ে গেছে অথচ কেউ পুরো আর্টিকেল টা পড়ার প্রয়োজন বোধ করছে না।

ইভেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার পেইজ থেকে এটা শেয়ার করেছে। যখন কয়েকজন পয়েন্ট করলো যে এগেুলো তো পুরাতন ডাটার ওপর বেইজড করে করা হয়েছে, তখন তিনি পেইজ থেকে পোষ্ট রিমুভ করে দিয়েছে। কি একটা অবস্থা। সবাই খালি হেডলাইন দেখে।