একজন সিঙ্গেল গ্রাহককে আই মিন রুটলেভেলের একজন গ্রাহককে স্টারর্লিং ব্যবহারের জন্য মাসে ১২০ ডলার খরচ করতে হবে?
দাম এখনো নির্ধারন করা হয় নি। তবে আনুমানিক ১২০ ডলার হতে পারে। এর চেয়ে বেশীও হতে পারে। যাইহোক স্টারলিংক বাংলাদেশে আসছে এটা আনন্দের বিষয়। বাংলাদেশে ইন্টারনেট এর এক নতুন দিগন্তের সূচনা হয়েছে স্টারলিংকের মাধ্যমে। বিশেষকরে যারা ফ্রীল্যান্সার আছে তাদের জন্য স্টারলিংক বেশ লাভজনক হবে।