Post
Topic
Board Other languages/locations
Re: Bangladesh 47th Powerful Country In The World 2025
by
Bluedrem
on 10/04/2025, 06:23:35 UTC
জেনজি?

না ভাই, ছিড়া গেন্জি!

আজকে একটা ভিডিও দেখলাম যেখানে এক ফিলিস্তিনি ভাই বো*মা মেরে একদল হিজরা-ইলিদের উড়ায়ে দিসে। এটা দেখে সবাই আমিন আমিন বলতেছে, গনহারে শেয়ার দিতেছে। আর এদিকে এটা ৬-৭ মাসের পুরানো ভিডিও। কিছু হইলেই ছবিতে, ভিডিওতে গান লাগায়ে কনটেন্ট ব্যবসা করবে। আর মানুষও সেটা উড়াধুরা খাবে।


এগুলো দিয়ে আসলে টাইমলাইন ভরপুর। এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। সবাই ফলোয়ার্স, হাইলাইটস ট্যাগ মারে। ইভেন এ আই জেনারেটেড ভিডিও পোষ্ট করে করে বলে সুবাহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যান ত্যান। কালকে দেখলাম একটা ইসলামিক ফেইসবুক পেইজ থেকে ভিডিও গেমস এর ভিডিও শেয়ার করে বলতেছে যে হামাস ইসরায়েলের সেনাবাহিনীর ওপর হামলা করছে। আর সেই পোষ্ট এর কমেন্টে অনেকেই আজে বাজে কমেন্ট করছে। এদের নূন্যতম কোনো কমন সেন্স নাই।
যে দেশের ইসলামিক গজল কিংবা কুরআনের কোন আয়াতে মিউজিক দিতে পারে এবং সেই মিউজিক অ্যাড করে মেয়ে মানুষের হেঁটে চলা অথবা ভাবভঙ্গি ভিডিও করে টিকটকে ছাড়তে পারে সেই সকল দেশের কনটেন্ট ক্রিয়েটরদের আপনারা কিভাবে মানুষ করবেন। তাদের একটাই টার্গেটরে ভাই এরা টাকা ছাড়া কিছু বোঝেনা কিভাবে সহজ রাস্তায় টাকা উপার্জন করা যায় সেই চিন্তায় সব সময় ব্যস্ত থাকে। কোনটা মানুষের উপকারে আসবে এবং কোনটা মানুষের উপকারে আসবে এইরকম বাস্তবমুখী চিন্তাভাবনা তাদের মাথায় কোনদিনও আসবেনা।

ঈমানের ঘাটতি এবং বর্তমানে মানুষ টাকাকে শান্তির উপকরণ হিসেবে ধরে নিয়েছে,,, এজন্য তারা ধর্মীয় অনুভূতিকে টাকার কাছে বিক্রি করে দিয়েছে। তাদের একমাত্র লক্ষ্য টাকা উপার্জন হোক সেটা হালাল অথবা হারাম পথ।