Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 10/04/2025, 11:28:55 UTC
ভাই মাসিক বেতনের সমান টাকা প্রতি মাসে লাগবে বলে নিজেকে গরীব বুঝাইতে চাইলেন নাকি? এই ফোরামে যারা আছে সবাই বড়োলোক 😜। যদিও এই ব্যাপারে আমি বিস্তারিত স্টাডি করিনি তবে আমার মনে হয় একটা কিট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব হবেনা, কারণ তারা বিজনেস করতে আসছে ছাপড়িগিরি করতে আসেনি। যদিও এরকম কিছু সম্ভব ও হয় তবুও হোম ইউজারদের জন্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যারা বর্তমানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট এর ব্যাবসা করতেছে হয়তো তাদের জন্য এরকম কোনো সিস্টেম রাখতে পারে যে সাবমেরিন ক্যাবল ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট লিংক আপ করার যাবে।
কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছিল  শুধুমাত্র স্টার্লিং এর রাউটার(Gen 3 Router) ব্যবহার করে 20 থেকে 30 জন মানে ডিভাইসের কথা বলতেছি ডিভাইস কানেক্ট করে চালাতে পারবেন।
তবে যদি একটু ভারী ইউসার হয় তাহলে সেখানে ৫ থেকে ১০ জন একদম বেটার এক্সপেরিয়েন্সে চালাতে পারবে।

তবে  স্টার লিংক রাউটারে এই সুবিধাটি রয়েছে যে আপনি রাউটারকে অ্যাপস থেকে বাইপাস মোড এ দিয়ে যেকোন রাউটার আই মিন MikroTik এর মতন রাউটার গুলো দিয়ে একসাথে অনেকগুলো কানেকশন দিতে পারবেন। তবে কানেকশন দিলেই শুধু হবে না বুঝতে হবে আপনার স্পিড কতটুকু বেশি মানুষকে কানেকশন দিতে গেলে দেখবেন যে ভালো ব্যবহারই করতে পারছেন না। ওই যে সর্বোচ্চ লিমিট ২০ থেকে ৩০ জন।