Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 10/04/2025, 12:56:07 UTC
ভাই আমার মনে হয় স্টার্লিং হোম ডিস্ট্রিবিউশন এর জন্য নয়,, এটি মূলত যে সকল অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, বড় বড় আইটি সেকশন, বড় বড় কোম্পানি যাদের ইন্টারনেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাদের টার্গেট করে আনা হচ্ছে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসতাছে যে এইতো বেশি আগে আসো তারপর বোঝা যাবে কি হয় না হয়। তবে আস্তে আস্তে মনে হয় গ্রাহক সেবার দিকেও এগিয়ে আসবে। কারণ শুধু বড় বড় কোম্পানিগুলোর সাথে যদি বিজনেস করে তাহলে খুব বেশি লাভ করতে পারবে না। পরিশেষে সর্বশেষ গ্রাহক সেবার দিকে আসবে এবং আমরা মনে হয় খুব ভালোভাবে ব্যবহার করতে পারব। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি দেখা যাক কি হয় কোন দিকে মুভ করে।