Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Cpt_reader
on 10/04/2025, 16:31:22 UTC
একচুয়ালি ভাই সবাই আমার আপনার মতন এরকম সাধারণ পাবলিক না।
তবে এটা সত্যি বেশিরভাগ মানুষ স্টারলিং এর ইন্টারনেট কানেকশন নেবে না কারণ এটা হাই কস্টলি।

কিন্তু জুলাই মাসের কথা কি আপনার মনে রয়েছে?
এমন এমন ফ্রিল্যান্সার রয়েছে যারা জাস্ট ওই কয়েকদিনের জন্য দেশের বাহিরে গিয়েছে তাদের কাজ সচল রাখার জন্য।

এখন আমার কথা হচ্ছে বেশিরভাগ মানুষ ইউজ করুক বা কম মানুষ ইউজ করুক এটা ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট যেটাকে কেউ চাইলেই কন্ট্রোল করতে পারবেনা এই ধরনের সেবা আমাদের দেশে এসেছে।
ভাই এটা আমাদের জন্য গর্ভের বিষয়, ড. ইউনুস এর জন্য স্টারলিংক সেবা চালু হতে চলেছে, তাই ড. ইউনুস কে ধন্যবাদ জানাই। এটা কোন সরকার চাইলে বন্ধ করতে পারবে না, বুঝেছি যখন জুলাই মাসে ইন্টারনেট সেবা বন্ধ করেছিলো। এখন ভাই এই স্টারলিংক সবার জন্য নয়, হ্যাঁ যারা অনলাইন থেকে মাসে বিপুল পরিমান অর্থ ইনকাম করে তাদের জন্য এটা বেটার হবে। তাদের কাছে ১৫০০০ টাকা কিছুই না।

এখন ভাই আমি একটা নিউজে দেখলাম, যে স্টারলিংক সেবা পেতে বিভিন্ন দেশ ভেদে খরচ কম হয়৷ হয়তো মাসিক খরচ কম হতেও পারে। আরও একটা বিষয়ে দেখলাম যে স্টারলিংক কিট যেটা কেনার জন্য ৪০ হাজার টাকার বেশি লাগবে বলে দেখলাম, এটা কি সত্য নাকী? তাহলে তো এটা আরও ব্যয়বহুল হবে। দেখা যাক আমাদের আশে পাশের ধনী ব্যক্তিবর্গরা স্টারলিং বাড়িতে লাগায় কিনা এবং তারা কেমন সার্ভিস পায়।

ভাই যদিও অনেকে ভাবছে ব্যয়বহুল হবে কিন্তু আমার ধারণা বাংলাদেশের জন্য অন্যান্য দেশের তুলনায় খরচ একটু কম হবে। তবে স্টাইলিং এর অনেক সুবিধা পাব আমরা।
বিশ্বব্যাপী কভারেজ,উচ্চ-গতির ইন্টারনেট,
কম বিলম্ব আরো অনেক। ৫ আগস্ট পর্যন্ত যে ছাত্র আন্দোলন হল যখন যদি starling থাকতো তাহলে আমরা আরো অনেক তথ্য আগেই জানতে পারতাম। আসলেই ডঃ ইউনুস স্যার কে অনেক ধন্যবাদ ,