শেষ বলে কিছু নাই অফিসিয়ালি কার্যক্রম শুরু হলেই যে কেউ এটা ব্যাবহার করতে পারবে। হুজুগে বাঙালি ভাঙা ঘরে বসে দাম নির্ধারণ করে ফেলতেছে। এটার দাম এবং মাসিক ফী কতো হবে এখনো অফিসিয়ালি কিছু জানা যায় নি। এক এক দেশে এক এক প্রাইস। ইতালির মতো দেশে ২৯ ডলার মাসিক ফী। যাই হোক অফিসিয়ালি ঘোষনা আসার আগে আপাতত কিছু বলা যায় না।
ইতালির মত একটি উন্নত দেশে যদি ২৯ ডলার মাসিক হয় তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে অবশ্যই 29 ডলারের চেয়ে কম হবে কিন্তু বেশি হবে না। অনেকেই বলছে আপাতত ১২০ ডলারের মত খরচ হবে কিন্তু আসলে ১২০ ডলার ম্যাক্সিমাম ইউজারদের জন্য অনেকটাই কষ্ট হবে। আর যারা ছোট ছোট ইউজার রয়েছে তারা এই নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করার সাহস পাবে না। তাই অবশ্যই কোম্পানি আমাদের দেশের সার্বিক অবস্থা বিচার করে মাসিক সাবস্ক্রাইব ফি অবশ্যই কম হবে।