ভাই আপনারা কেউ কি কুকয়েন ইউজ করেন? করলে কেউ একটু হেল্প করেন। আমি আজকে পিটুপিতে ডলার সেল করতে গিয়ে একটু ভেজালে পড়ছি। এখানে কোনো লোকাল মারচেন্টের অফার খুঁজে পাচ্ছিনা। সব বিদেশি বায়ার দেখায়। বুঝলামনা কি হলো। পেমেন্ট মেথডে বিকাশ নগদ করা, তাহলে এরকম কেন দেখাচ্ছে। দুই দিন আগে নতুন ফোন কিনছি, সেখানে গিয়ে লগিনে এই ভেজাল পাইলাম। সার্চ অপশনেও বিকাশ নগদের নাম দেখা মিলতেছে না। লোকেশন রিলেটেড কোনো সমস্যা নাকি? লোকেশন চেন্জেরও তো কোনো অপশন পাইলাম না...
