Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
God Of Thunder
on 11/04/2025, 12:48:27 UTC
ভাই মাসিক বেতনের সমান টাকা প্রতি মাসে লাগবে বলে নিজেকে গরীব বুঝাইতে চাইলেন নাকি? এই ফোরামে যারা আছে সবাই বড়োলোক 😜। যদিও এই ব্যাপারে আমি বিস্তারিত স্টাডি করিনি তবে আমার মনে হয় একটা কিট থেকে একাধিক সংযোগ দেওয়া সম্ভব হবেনা, কারণ তারা বিজনেস করতে আসছে ছাপড়িগিরি করতে আসেনি। যদিও এরকম কিছু সম্ভব ও হয় তবুও হোম ইউজারদের জন্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যারা বর্তমানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট এর ব্যাবসা করতেছে হয়তো তাদের জন্য এরকম কোনো সিস্টেম রাখতে পারে যে সাবমেরিন ক্যাবল ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট লিংক আপ করার যাবে।

তোমারে কে কইছে? স্টারলিংক তোমারে তোমার ফ্রিডম দিবে। যদি তুমি পারো তাইলে ব্যাবসা করো এটা দিয়ে। কিন্তু মজার ব্যাপার হইলো কেউ তেমন সুবিধা করে উঠতে পারবে না। কারণ হলো বাংলাদেশের গ্রাম এলাকার যেই রাজনীতি, তুমি চাইলেই একটা এলাকায় বিজনেস করতে পারবা না। আমারেলাকায় আমি বিজনেস করবো বলছিলাম মনে আছে? কয়েকটা বড় বড় কোম্পানীর সাথে আলাপ তুমি নিজেই করেছো, এখন বড় সমস্যা হচ্ছে হাটুর জোর।

আমার এলাকায় যদি আমার হাটুর জোর অন্যের চাইতে কম থাকে, তাহলে বিজনেস সেই করবে, আমি পারবো না। গ্রামের বিজনেস পলিসি গুলো খুবই খারাপ। এসব এলাকায় নেট প্রোভাইডার হচ্ছে ডিস লাইন ব্যাবসায়ীরা। তারা ক্ষমতার ব্যাবহার করে মনের ইচ্ছে মতো বিজনেস করে। তুমি চাইলেই সেখানে বিজনেস করতে পারবা না।

আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি নিজেই এই বিজনেস করতাম।