Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 14/04/2025, 12:25:21 UTC
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

কিন্তু আমাদের দেশে যে মঙ্গল শোভা যাত্রা হয়, এটা আসলে কতো বছর ধরে হয়ে আসছে? এটাকে বাংলাদেশের ঐতিহ্য বলা হচ্ছে। এগুলো কিভাবে বাংলাদেশের ঐতিহ্য হয়? হাতাকাটা ব্লাউজ পড়ে, কপালে এতো বড় একটা টিপ লাগিয়ে নাচতে পারলেই কেবল সেটা ঐতিহ্য হয়ে যায়? এতো বড় বড় মূর্তি গুলো বানিয়ে রাস্তায় শো-ডাউন দেওয়া কোন ধরনের ঐতিহ্য? আমার তো মনে হয় এটা শাহবাগীদের ঐতিহ্য।

এক মহিলা দেখলাম পর্দার ব্যাপারে একটা সাখ্যাৎকার দিচ্ছে। বলছে আমি কপালে বড় টিপ লাগিয়েছি পর্দা হিসেবে। এটাকেই আমার পর্দা হিসেবে ধরে নেয়া হোক। পর্দা করার জন্য পুরো মুখ জুড়ে নাকি টিপ লাগাবে। মানে কি একটা মকিং করলো পর্দার কথা বলার কারনে।