Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 18/04/2025, 15:36:18 UTC
Hot , Blum যাই বলুন না কেন এরা যে পরিমাণ হাইপ হয়েছিল এখন তাদের হাইপটা বহুগুনে কমে গেছে। এখন জনগণ এদেরকে আর খায় না বরং এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। টমেটো Toma, প্রায় তিন ডলার পরিমাণ খরচ করেছিলাম কিন্তু একটা টাকাও পাইনি, পাওস আমার অ্যাকাউন্টটি খুঁজে পেলাম না তারা নাকি কিছুদিন ইনএকটিভ থাকলে একাউন্ট বাদ দিয়ে দিয়েছে। যাহোক ভালই হয়েছে এই সমস্ত পচা প্রজেক্ট থেকে কিছুই  যে পাইনি এখন সেটাই ভেবে ভালো লাগছে। ভুলুম ও হট থেকে আমরাও কুত্তার গু পাবো। Yes Coin তো স্ক্যাম প্রজেক্ট। এখন যারা টেলিগ্রাম মাইনিং করার ইচ্ছা আছে তাদের ইচ্ছা আর থাকবে না কেননা এগুলো আপনি শত বছর করলেও কোন বেনিফিট পাবেন না শুধু শ্রম আর তাদের যে মাঝেমধ্যে ট্রানজেকশন করতে বলবে ওই ট্রানজেকশন করলে উনাদেরই লাভ হবে আপনার কোন লাভ হবে না। তাই এ সমস্ত ফাঁকিবাজদের থেকে দূরে থাকাই বেটার।
আহহা ভাই, HOT এর কথা মনে করায় দিলেন। আমি আর কোন এয়ার ড্রপ করেছিলাম না জাস্ট এই এয়ার ড্রপটা করেছিলাম এবং বলতে গেলে এখানে আনঅফিশিয়ালি ভাবে কিছু টাকা ইনভেস্টমেন্টও করেছিলাম এবং ফলাফল স্বরূপ এখন পর্যন্ত কলা পেয়ে যাচ্ছি।
এই বিষয় নিয়ে এর আগেও আমার সাথে আমাদের God Of Thunder ভাইয়ের সাথে কথা হয়েছে সে বলেছিল যে মুলা ধরায় দিতে পারে কিন্তু তার সাথে বলতে গেলে একরকম আমি বিতর্কই করেছি। এর সাপ্লাই তখন ছিল 139 মিলিয়ন আর বর্তমানে  503.67  মিলিয়ন আর অর্ধেক হলেই বিলিয়নের ঘরে চলে যাবে।
হয়তোবা সব মিলিয়ে আমার কাছে ৫০০ থেকে ৬০০ hot token রয়েছে তবে আমার মনে হয় না এখান থেকে আমি ১০০ ডলার আর্ন করতে পারবো।
যদিও এক সময় আশা দেখতাম হোয়াইট-বিট এ hot দাম অনেক থাকতো দেখে. এখনো যদি দেখেন ১৮ ডলারের উপরে রয়েছে- https://whitebit.com/trade/HOT-PERP?tab=open-orders
আমার মনে হয় এটা শুধু তাদের পার্সোনাল মার্কেট মেকারদের দ্বারা তৈরি। Cry