ভাই, আমি নিজেও ব্লাস্ট এয়ারড্রপ নিয়ে খুব আশাবাদী ছিলাম। ব্লাস্ট ইকোসিস্টেমে ১ হাজার ডলারের ওপর ইনভেস্ট করেছি আর সময় ব্যয় করেছি প্রায় ৫ মাসের মতো। শুনেছিলাম প্রতিটা ব্লাস্ট কয়েন অন্তত ২০ সেন্ট করে হতে পারে। ইভেন প্রি মার্কেটে ব্লাস্ট ২ ডলার করে বাই সেল হয়েছে। সেই প্রাইস দেখে অন্তত ২০ সেন্ট করে লিস্টিং প্রাইস আশা করা কি বোকামি? এটাই আশা করেছিলাম। কিন্তু যখন তারা টোকেনোমিক্স রিলিস করলো, দেখি যে টোটাল সাপ্লাই হবে ১০০ বিলিয়ন। এটা দেখেই মাথায় হাত। ৫ মাস সময় ব্যয় করে আর ১ হাজার ডলার ইনভেস্ট করে ৪০০ ডলারের মুলা পাইলাম। মনে করলাম যে হোল্ড করে রাখি, হোল্ড করে রাখতে রাখতে এখন এটার মূল্য এসে ৫০ ডলারের নিচে দাড়িয়েছে। এই একটা এয়ারড্রপ মূলত আমার সব আশা ভরসা নষ্ট করে দিছে। হুদাই হট মট এর পেছনে সময় দিয়া লাভ নাই। এজন্য অন্য কিছুতে ফোকাস দিচ্ছি।
Airdrop এ এত ইনভেস্টমেন্ট করার সাহস পান কোথা থেকে। আমি তো ভাই একজনের কথায় ইনফ্লুয়েন্স হয়ে Dogs কয়েনে ১০০ ডলার ইনভেস্টমেন্ট করে ১৮ ডলার হয়ে যাওয়ার ফলে এখনো দিনে ১৪ বার আফসোস করি।
এতদিন মার্কেটে থেকে এটা বুঝলাম যে এই মার্কেটে মিম কয়েন এর মধ্যে কেউ যদি মনে করে যে লং টাইম এর জন্য ইনভাইটমেন্ট করে ভালো প্রফিট করতে পারবে তাহলে সে বোকার স্বর্গে বইসা আছে, যেমন আমি ছিলাম ডগস কয়েন এর ক্ষেত্রে।
আমি তো বর্তমানে নতুন যেসব মিম কয়েন গুলো রয়েছে সেগুলোকে স্ক্যাম এর আপডেট ভার্সন বলবো কারণ এরা একরকম রাগপুল স্ক্যাম করে থাকে। প্রথমে আসে মার্কেটে মার্কেট মেকারদের দিয়ে হাইপ সৃষ্টি করে এবং পরবর্তীতে দাম ধীরে ধীরে কমাইতে কমাইতে সব ইনভেস্টরদের হো*গা মে*রে দেয়।
যাইহোক যেদিকে ফোকাস দিছেন ওইদিকেই ধইরা রাখেন ছাইড়া দিয়েন না ছাইড়া দিলে কিন্তু কোন লাভই হবে না। খালি এ কয়েকদিনের পরিশ্রম এবং ইনভেস্টমেন্ট করা টাকাগুলো জলে যাবে।