Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BD User
on 23/04/2025, 10:50:13 UTC
আসসালামু ওয়ালাইকুম বাংলাভাষী।  আশা করি সবাই ভালো আছেন!

যদিও আমি একজন ফোরামের নিয়মিত সদস্য নই যা আমার এক্টিভিটি বলে দেয়।  কিন্তু আমি প্রায়ই ফোরামে সময় দেই পড়ার জন্য এবং ফোরামকে জানার জন্য।  কিন্তু পোস্ট খুব বেশি করা হয় না।  একটি বিষয় আমি অনেকদিন যাবৎ লক্ষ করছি যা আমাকে ভাবতে বাধ্য করছে এবং আপনাদেরকে প্রশ্ন করতে কৌতূহলী করে তুলছে।  যদিও আমাদের বাংলা লোকালে অনেক স্বনামধন্য ব্যাক্তি থাকা সত্যেও ফোরামে আমাদের অবস্থান এতো নিচে কেনো? এমনকি আমরা এখনো একটি বোর্ড তৈরিতেও ব্যার্থ।  আমাদের রয়েছে @Little Mouse এবং @AB de Royse777 এর মতো স্বনামধন্য কেম্পেইন ম্যানেজার , যেদিক থেকে আমরা অন্যান্য লোকালদের চেয়ে অনেকটাই এগিয়ে।  এমনকি আমাদের আরো রয়েছে ফোরামের স্বনামধন্য একজন ঋণদাতা ও DT  @shasan যার অবদান আমরা ফোরামবাসী নিয়মিত অনুভব করি। আমাদের আরো রয়েছে @God Of Thunder বা Learn Bitcoin, @Crypto Library , @Shishir99, @DYING_S0UL এবং আরো কিছু উপকারী গুরুত্বপূর্ণ পোস্টার যাদের অবদান আমরা ফোরামবাসী অনুভব করতে পারি।  আমি গর্ব করে বলতে পারি আমাদের লোকালের চেয়ে স্বনামধন্য ব্যাক্তিগন হয়তো অন্য কোনো লোকালে নেই।  তবুও ফোরামে আমরা এখনো খুবই পিছিয়ে। 

গবেষণা করে আমি দেখতে পাই , আমাদের পিছিয়ে থাকার পিছনে কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম আমাদের কোনো মেরিট সোর্স নেই।  যেকারণে আমাদের লোকালে খুব বেশি পোস্ট হয় না, যাও হয় তাও বিটকয়েন সম্পর্কিত নয়।  আমরা আমাদের লোকালে খুব কমই বিটকয়েন এর বিষয় নিয়ে আলোচনা করি।  যেকারণে লোকাল পোস্টার খুবই কম এবং তারা লোকালে খুব বেশি প্রবেশ করে না।  যদি আমরা লোকালে অফ টপিক আলোচনা কমিয়ে বিটকয়েন বিষয় কিছু টপিক তৈরী করতে পারি এবং সেগুলো নিয়ে সবাই আলোচনা করি তাহলে নতুন সদস্য সেই আলোচনা থেকে অনেক কিছুই শিখতে পারবে এবং লোকালে বার বার প্রবেশ করবে।

আমরা হয়তো বলতে পারি বিটকয়েন বিষয়ে গ্লোবাল এ অনেক টপিক রয়েছে যেখান থেকে নতুন সদস্য অনেক কিছুই শিখতে পারে।  কিন্তু ভাই , আমরা বাঙালি জাতি ইংলিশে খুবই কাঁচা, যেকারণে একজন নতুন সদস্যের জন্য সেই টপিকগুলো বুঝা এবং গ্লোবাল ইংরেজি পোস্ট থেকে শেখা খুবই কঠিন।  যদি সেই আলোচনাগুলি আমরা আমাদের ভাষায় এখানে আলোচনা করি তাহলে অবশ্যই নতুন সদস্যরা খুব সহজেই তা বুঝতে পারবে এবং সেগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারবে। 

এভাবে হয়তো আমরা আমাদের লোকালে কার্যকলাপ বাড়াতে পারি এবং ভালো পোস্টার তৈরী করতে পারি।  যাতে আমরা পরবর্তীতে একটি লোকাল বোর্ডের জন্য আবেদন করতে পারবো।  আর ভাই আমাদের লোকাল পোস্টাররা যদি লোকালে ভালো কোনো পোস্ট তৈরী করে তাহলে অবশ্যই আপনি নিজেকে একজন মেরিট সোর্স ভাবুন এবং সেই পোস্টারকে উৎসাহ জোগাতে ভালো পোস্ট এর পুরস্কার দিতে কৃপণতা করবেন না। আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকবে আমাদের লোকালে কিভাবে কার্যকলাপ বাড়ানো যায়।  আমার লক্ষ্য হচ্ছে আমাদের লোকালকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি লোকাল বোর্ড তৈরী করা।  যতদিন আমি এটি করতে সক্ষম না হই  ততদিন আমি চেষ্টা চালিয়ে যাবো।  এক্ষেত্রে আমি সকলকেই একই মনোভাব নিয়ে কাজ করার জন্য অনুরোধ করবো। এটি আমাদের সকলেরই দায়িত্ব এবং আমাদের সকলেরই একই লক্ষ হওয়া উচিত। এমনকি আমাদের সকলেরই একই উদ্দেশ্যে কাজ করা উচিত। তাহলেই আমরা সফল হতে পারবো।