ভূল ছিলো?
এমন ভূল করতে যাবেন না, যেই ভূলের জন্য অন্য কারো রেপুটেশন হ্যাম্পার হয়। ফোরামের একজন ইউজার হচ্ছে জলিগুড, সে AB de Royse777 কে এর আগে কোথাও একবার বাংলাদেশি বলে একিউজ করেছে। সে পোস্টে বলেছে যে রয়সে আগে রাশিয়ান ছিলো, পরে বাংলাদেশি কেউ তার একাউন্ট কিনে নিয়েছে। আর এর এক্মাত্র কারণ সম্ভবত AB de Royse777 বাংলাদেশি ফোরাম মেম্বারদেরকে তার ক্যাম্পেইনে যায়গা দিয়েছে। এ ছাড়া আমি আর কোনো কারণ দেখছি না।
আর আপনি না যেনে না বুঝে একটা পোষ্ট করে দিলেন, এখন যদি জলিগুড বলে যে বাংলাদেশি ইউজার রা বলছে সে বাংলাদেশি, তখন আপনি কি বলবেন? আমার তো মনে হচ্ছে আপনাকে কেউ হায়ার করেছে AB de Royse777 এর রেপুটেশন নষ্ট করার জন্য। আবার বলতেছেন আমি আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছি।
আমার তো মনে হয় না ভাই তাকে কেউ হায়ার করেছে AB de Royse777 রেপুটেশন নষ্ট করার জন্য আমি এখানে দুইটি বিষয়কে অগ্রাধিকার দিব একটা হইল।
"অল্প বিদ্যা ভয়ংকরী",,,, যেমন ধরুন আমি AB de Royse777 চেয়ে অনেক পাকিস্তানি এবং নাইজেরিয়ান সহ আরো কয়েকটি দেশের ইউজারদের তার ক্যাম্পেইনে এপ্রোপ করতে দেখেছি তাহলে তো ভাই আমাকে এটাও বলতে হবে সে একই সাথে বাংলাদেশী নাইজেরিয়ান এবং সেই সাথে পাকিস্তানি সাথে ইন্ডিয়ান যোগ করে দিলে মন্দ হয় না ওহো রাশিয়ান আবার বাদ দিয়ে ফেললাম লোল

আর দ্বিতীয় তো যে বিষয়টি আমি বলব এখানে সেটা হচ্ছে "তেল মারানি" হাই গেস আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝে গিয়েছেন অনেক সময় আমরা এই ধরনের কমন বিষয় নতুন ইউজারদের মধ্যে দেখতে পাই যে তারা হায়ার র্যাঙ্ক বা ক্যাম্পেইন ম্যানেজারদের তেল মারতেছে মানে
পাম্প মারতেছে যেন সে মেরিট বা তাদের ক্যাম্পেইনে এপ্রুভ হয়।
আর আপনি জিজ্ঞেস করলেন যে বাংগালী হওয়া ভুল কিছু নাকি, আমি বলবো এই দেশে জন্ম নেয়াই ভূল। সব যায়গায় আমাদের রেপুটেশন খারাপ। ১০ জনকে জিজ্ঞেস করে দেখেন।
কিছুদিন আগে বাঙালি সহ কিছু পাকিস্তানি এবং নাইজেরিয়ান মেম্বারদের একাউন্টের সাথে যা হয়েছে সেগুলো শুধু রেসিজম ছাড়া আর কিছু না।
তবে আমরা সবাই যে ধোয়া তুলসী পাতা এটাও না অতীত ঘাটলে বা বর্তমান ঘাটলেও বাউন্টি চিটার থেকে শুরু করে ইসকামার দের পাপের পাশ্চিত্ত আমরা করতেছি
