Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 25/04/2025, 17:01:39 UTC
[quote author=Crypto Library link=topic=631891.msg65314898#msg65314898 date=1745599
আপনার কথা ফেলে দেওয়ার  মতন না।
তবে আশা করব এই ধরনের  এত বড় রাজাকার আমাদের এই কমিউনিটিতে  নাই।
[/quote]

কি বলেন ভাই, আমাদের কমিউনিটিতে রাজাকারের কোন অভাব নাই। আপনি চিন্তা করেন একজন আরেকজনের থেকে আগায় যাবে সেই চিন্তা করে মেরিট পর্যন্ত দেয় না, ভালো কোন পোস্টে মেরিট দেয় না, কিন্তু নিজেরা নিজেরা আবার নিজেদের অ্যাকাউন্টের মধ্যে মেরিট ট্রান্সফার করে। যাদের ভেতরে হিংসা আছে তারা চাইলে অনেক কিছুই করতে পারে। আর যদি টাকার অনেক লোক থাকে, তাইলে তো আরো বেশি করতে পারে। আমাদের কমিউনিটির একজন মেম্বারকে যদি ৫০০ ডলার দিয়ে বলা হয় যে তুমি অমুকের বিরুদ্ধে একটা এলেগেশন লাগায়া দেও, আমার মনে হয় সে রাজি হয়ে যেতে পারে। রাজাকারের অভাব বাংলাদেশে কোন দিনই ছিল না, আর ভবিষ্যতেও কোনদিন রাজাকারের অভাব হবে না। কিন্তু কষ্টের ব্যাপার হলো সেই রাজাকার আপনি চিনতে পারবেন না বা ধরতেও পারবেন না।