মার্কেট পাম্প করলে যে শুধুমাত্র একবারে পাম্প করেই যাবে এমনটা কিন্তু না যেমন আমরা অক্সিজেন নেই এবং কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করি, মার্কেটেও ঠিক তেমনি এই ধরনের পাম্পের পাশাপাশি একটু নিঃশ্বাস নিয়ে নেয় হালকা প্রাইজ ড্রপ করে।
দেখা যাক আপাতত মার্কেটে অবজারভেশন করতে থাকেন কোন ডিসিশনও যাইয়েন না।
ভাই, মার্কেট তো এখন ৯৪ হাজারের দিকে অনেকটা স্থির মনে হচ্ছে। অল্টকয়েন গুলো পাম্প করছে না। কিছু কিছু কয়েন কিছুটা রিকভার করেছে, তবে যেই পরিমানে ডাউন হয়ে আছে সব, তার সামনে এই ধরনের ছোট খাটো রিকভার আসলে কিছুই মনে হচ্ছে না। মার্কেটের পজিটিভ সেন্টিমেন্ট দেখে আবারো আশায় বুক বাধতে মন চাচ্ছে। মন চাচ্ছে কিছু অল্ট এ ডিসিএ করে রাখি, যেনো একটু দ্রুত রিকভার করা যায়। কিন্তু আবার সাহসে কুলাচ্ছে না।
মার্কেট যে পরিমান অস্থিতিশীল, কখন আবার ১ ঘন্টার ডাম্পে ১০% ডাউন হয়ে যায়। বিটকয়েন ৫% ডাউন হলে অল্টকয়েন ২০ থেকে ৩০ % ডাউন হতে সময় লাগে না। এটাই আমার কাছে মেইন সমস্যা মনে হচ্ছে। এজন্য নতুন করে ইনভেষ্ট করার সাহস করতে পারছি না।
আপনারা কে কি পরিকল্পনা করছেন?