আসসালামু ওয়ালাইকুম বাংলাভাষী। আশা করি সবাই ভালো আছেন !
বাইনান্স এক্সচেঞ্জ ব্যাবহার করার ক্ষেত্রে আমি বার বার একটি সমস্যার সম্মুখীন হচ্ছি। যেটি নিয়ে আমাকে ভাবতে এবং আপনাদের প্রশ্ন করতে বাধ্য করছে। আমি প্রায়শই বিটকয়েনে স্বল্পমেয়াদি বিনিয়োগ করে থাকি। যখন বাজার নিম্নমুখী থাকে তখন ক্রয় করে রেখে দেই এবং যখন আমি প্রত্যাশিত মুনাফা পাই তখনই আমি বিক্রি করে দেই। এক্ষেত্রে আমি কোনো সময়সীমা রাখি না। এইভাবে আমি কিছু অর্থ উপার্জন করে থাকি।
এক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে , যখন আমি বাইনান্স এ ট্রেড অপশন থেকে কনভার্ট/স্পট ট্রেড করে ক্রয় করতে যাই তখন সেখানে বাজারের তুলনায় বেশি মূল্য দেখায়। অর্থাৎ আমাকে বাজারের তুলনায় বেশি মূল্যে ক্রয় করতে হয়। এমনকি বিক্রয় করার সময় এর বিপরীত ঘটনা ঘটে। বিক্রয়ের সময় বাজারের তুলনায় কম মূল্য প্রদান করে। যদিও এর কারণে খুব বেশি পার্থক্য গড়ে উঠে না কিন্তু যখন বেশি অর্থ দিয়ে ট্রেড করি তখন প্রায় কয়েক ডলার এর পার্থক্য দেখা যায়।
এটি কি কোনো সমস্যা ? নাকি বাইনান্স এর পলিসি ? বা এই সমস্যা কি সমাধান করা যেতে পারে ? এটি নিয়ে আমি অনেক সময় বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাই। মূল একাউন্টে প্রত্যাশিত লাভ পেলেও ট্রেড করার সময় তা পাই না। দয়া করে কেউ এই সম্পর্কে বিস্তারিত বলে সাহায্য করবেন।