Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 01/05/2025, 11:38:18 UTC
ভাই আপনারা কেউ ডুয়েলবুট ইউজ করেন বর্তমানে? আমি টেকনিক্যাল জিনিসপাতি ভালোই বুঝি বা পারি, বাট এই স্পেসিফিক জিনিসটা কখনো ট্রাই করা হয়নাই। নরম্যালি আমি ভার্চুয়াল বক্সে Linux ইনস্টল করে ইউজ করতাম, বাট ইদানীং আমার হাত চুলকাইতেছে ডুয়েলবুট করে চালানোর জন্য। জাস্ট সমস্যা হলো আমার সেপারেট স্টোরেজ ড্রাইভ নাই যেখানে সেফলি এটা ট্রাই মারা যাবে, ভুলবশত ড্রাইভ করোপ্ট হয়ে গেলে সব দিক দিয়ে মারা খাবো। সো সব দিক দিয়েই একটু সাজেশন লাগতো, কারোর যদি এই ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকে। আরেকটা কথা যারা লিনাক্স ইউজ করতেছেন তারা কোন ফ্লেভার আর কোন ডেক্সটপ ইনভাইরনমেন্ট ইউজ করতেছেন? Huh