লিনাক্স যখন ইনস্টল করবো তখন যে ডেডিকেটেড ড্রাইভ ওর জন্য রাখছি সেটা আস্তে করে সিলেক্ট করে সেটআপ মেরে দিবো এইতো? আই মিন অন্য কিছু ডিলিট করবো না!?!?
আর লিনাক্সের জন্য কত জিবি বরাদ্দ রাখছো?
না, আমার যতটুকু মনে পড়ে, উইন্ডোজ দেয়ার জন্য যে সি ড্রাইভ ক্রিয়েট করেছি, সেই ড্রাইভেই সম্ভবত লিনাক্স ইন্সটল করেছিলাম। আমার আসলে মনে নাই। অথবা আন এলোকেটেড স্টোরেজ ইউজ করা হয়েছিলো। আপনি ব্ল্যাকহ্যাটসজিব রে নক দেন, আমি এগুলো তেমন মনে করতে পারছি না। তবে যেটা বললাম, উইন্ডোজ দেয়ার পর যে ড্রাইভ যেভাবে আছে, সেভাবেই সেটাকে আনটাচ অবস্থায় রাখবেন, নইলে আবার উইন্ডোজ করাপটেড হয়ে যেতে পারে। আমার সেটাপের বয়স ২ বছরের বেশি হয়ে গেছে। এজন্য এখন আর তেমন মনে নাই কিভাবে কি করছিলাম। আপনি চাইলে ইউটিউব একটু ঘাটাঘাটি করে পারেন।