Post
Topic
Board Other languages/locations

Re: সর্বোচ্চ কত বিটকয়েন আপনি কিনতে পারবেন|
by
Mahiyammahi
on 04/05/2025, 16:56:14 UTC

আপনার একটি ইনফরমেশন কিছুটা অসামঞ্জস্য রয়েছে দয়া করে ঠিক করে নেবেন কেননা MicroStrategy হোল্ডিং করা বিটকয়েন আপনার তথ্যে 329,00 উঠেছে যেখানে হবে সম্ভবত 329,000

তবে বর্তমানে মাইক্রোস্টেডিজি হোল্ডিং করা বিটকয়েন 553,555
তথ্য: https://treasuries.bitbo.io/microstrategy/
ধনবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য, একটি শুন্য কম পড়েছে ।অবশ্যই চেষ্টা করবেন এই সব ডাটা এর ক্ষেত্রে যেখানে অনচেইন ইনফরমেশন পাওয়া যায় সেখান থেকে কালেক্ট করার জন্য কারন নিউজ পুরাতন হতে পারে আর আপডেটেড নাও থাকতে পারে। আমি ইনফরমেশন টা নিয়েছি ARKHAM থেকে । যেখানে অনচেইন ডাটা এর রেকর্ড
তথ্য - https://intel.arkm.com/explorer/entity/microstrategy

কিন্তু আমাদের ইনকামের অন্য কোন সোর্সের ব্যবস্থা করতে হবে যাতে আমাদের এই বিটকয়েনের উপর আমাদের নির্ভরশীল হয়ে না থাকতে হয়। আমাদের যেহেতু শুধুমাত্র এই ইনকামের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় সেহেতু আমরা ইচ্ছা করলেও বিটকয়েন হোল্ডিং করে রাখতে পারি না। আসলে এটা আমাদের ব্যর্থতা।
আমরা আমাদের লাইফ এর ছোট খাট সেভিংস করে থাকি, চাইলে সেই সেভিংস টা বিটকয়েন এ করতে পারেন। লাইক প্রতি সপ্তাহে ৫ডলার পরিমান ইনভেস্ট অথবা মাসে ।

ভবিষ্যতে ০.১০ বিটকয়েন যারা হোল্ড করবে তারাও এলিট শ্রেণীর মধ্যে থাকবে। ভাবা যায়, এই ধরনের কথা আরও ১৪ বছর আগে কেউ একজন বলে গেছেন? https://bitcointalk.org/index.php?topic=12156.0
[/quote]
১৪ বছর আগেও যে বিটকয়েন নিয়ে কেও এত বুলিশ ছিলো সত্যি অবাক হয়ে গেলাম এইটা দেখে।



ইমেজ এর ক্ষেত্রে BB Code  ব্যবহার এর চেষ্টা করবেন ফোরাম এ তাহলে এটি শো করবে ফোরাম এ