আসসালামু আলাইকুম. আশা করি বাংলা কমেডি সকলেই ভাল আছেন।
আজকে আমি একটু ফেসবুকে ঘোরাঘুরি করলাম কিছুটা দেখার পরে একটি পোস্ট আমার সামনে এসে পড়ল,,এবং আমার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে গেল। আগে আমরা এই এক টাকার জন্য কতই না কান্নাকাটি করেছি দাদা নানা আত্মীয়-স্বজনের কাছে,, কই গেল আমাদের সেই স্মৃতিচারণ অতীত কই গেল সোনালী সকাল। আচ্ছা আগে তো আমরা এই এক টাকা দিয়ে অনেক কিছুই কিনতে পেয়েছি। বাট এখন পারি না কেন ? আগে মানুষের হাতে হাতে এই টাকাটা ছিল, এখন কেন নেই এই টাকা।
আবার দেখতে পারছি অনেক মানুষই পোস্ট করছে এইটা কার মূল্য বলে অনেক?
https://talkimg.com/images/2025/05/05/UUwFLJ.jpeg https://talkimg.com/images/2025/05/05/UUwNqC.jpegআজকে আরেকটি পরীক্ষা করে দেখলাম
একটি ভিক্ষুক বা ফকির কে বললাম আপনি এইখান থেকে একটি কয়েন/ টাকা নিন। তিনি আমাকে সঙ্গে সঙ্গে বলল এই টাকা দিয়ে কি হবে এই টাকা তো কেউ নেয় না আমি তো অবাক কেন এই টাকার কি সমস্যা। তিনি বললেন এই টাকা চলে না।। আচ্ছা আপনারা বলেন তো এই টাকার কি সমস্যা ? কেন চলে না বাজারে এই টাকা কেনো নিতে চায় না।।
।।
https://talkimg.com/images/2025/05/05/UUwzTW.jpegআচ্ছা আমাদের ছেলেমেয়েরা কখনো কি এই অতীত বুঝবে। এই অতীতের মজা কি নিতে পারবে। এক দুই টাকার জন্য কি কান্না করবে।