এইটা আমার ই ভুল যে আমি দ্রুত রঙ্ক উপার্জন বা এগিয়ে যাওয়ার জন্য আমি wo তে গেছিলাম।
দ্রুত র্যানক এগিয়ে নেয়া টা খারাপ কিছু না, তবে আমাদের বাংলা বোর্ড এর নামে অপবাদ এর শেষ নেই। দেখলেন না নুটিল ডা সরাসরি বাংলা আর পাকিস্তান বোর্ড এর নাম নিলো। আসলে আমরা আগে এসব কাজ করেছি বলে এখন অল্ট একাউন্ট মানেই বাংলা অথবা পাকিস্তান। তবে হ্যা, আপনার এটা চোখে পড়ত না যদি না আপনি ফোরাম এ কন্ট্রিবিউট করতেন ইনাফ আর তারপরেই মেরিট এর জন্য খোজ করতেন। কিন্তু আপনার প্রথম টার্গেট ই মেরিট আর্ন করা তাহলে এটা হবেই। চেষ্টা করেন ফোরাম এ এক্টিভলি কন্ট্রিবিউট করার। মেরিট এর পিছনে আপনার ছোটা লাগবে না, মেরিট আপনা আপনি আসবে৷
আমি কিন্তু ফোরাম এ মাঝে মধ্যেই ইন্যাক্টিভ হয়ে গিয়েছি, আমার সাথে অনেক মেম্বার কে দেখলাম SR মেম্বার হয়ে যেতে। আমি এখনো ফুল মেম্বার এ রয়েছি। এতে আমার ই দোষ আছে বলতে গেলে। আপনি যদি আমার মেরিট হিস্টরি গুলা দেখেন দেখবেন ৩০/৪০ দিন সাইকেল এ এক্টিভ ছিলাম, মেরিট আর্ন হয়েছে। তারপরে আবার অনেক দিন এর জন্য ইন্যাক্টিভ। ক্রিপ্টো থেকে আলাদা ছিলাম না শুধু ফোরাম এ ছিলাম না।
আমার মতে আপনি ফোরাম এ সময় দিন, আপনার র্যানক এমনিতে বেড়ে যাবে। এরকম টার্গেট নিতে পারেন, ২৫০ দিনে ২৫০ মেরিট চ্যালেঞ্জ। কিন্তু সহজ উপায়ে সেগুলা ফার্ম করবেন না। চেষ্টা করবেন যতটা পারেন ফোরাম এ কন্ট্রিবিউট করার। কঠিন উপায়ে অর্জন কৃত কিছু বিফলে যায় না। আপনার টার্গেট যদি র্যানক উন্নতি করাই হয়, তাহলে গঠন মূলক কাজের মাধ্যমে করেন এতে মনে করছি কেও বাধা দিবে না। কেও প্রশ্ন ও তুলবে না৷
মনে রাখবেন আপনার র্যানক যখন কঠিন পথ অবলম্বন করে আগাচ্ছে, আপনি শুধু র্যানক ই বাড়াচ্ছেন না। নিজের নলেজ ও বাড়াচ্ছেন সেই সাথে ফোরাম এর সবার সাথে কন্ট্রিবিউট করে যাচ্ছেন।
কিন্তু আমার প্রশ্ন আমার কি কি সমস্যা হতে পারে এই ট্রাস্ট এর জন্য ? আমাকে বলল ভালো হতো ?!
এটা নিউট্রাল ট্রাস্ট, সন্দেহ ভাজন এর জন্য দিয়েছে। এরকম অনেক একাউন্ট আছে যারা এইরকম নিউট্রাল খেয়ে বসে আছে। তাই আপনি যদি আপনার ফেইস ভ্যালু ধরে রাখতে পারেন। প্রমান করতে পারেন, যে আপনি শিট পোস্টার না৷৷ তাহলে এটা কোনো ম্যাটার না।