ক্রিপ্টো মার্কেট দেখে কি মনে হচ্ছে ভাইয়েরা আমার? ক্রিপ্টো মার্কেট তো ভালো একটা রান নিচ্ছে দেখি। অনেকেই ধারনা করছে এবার নতুন অল টাইম বানাবে বিটকয়েন। আর এই সুযোগে যদি অল্ট সিজন না আসে, তাহলে এইবার আর আসবে না।
হ্যাঁ মার্কেট দেখি বেশ ভালোই আপ হয়েছে, গতকাল বিটকয়েনের দাম প্রায় 105k হয়েছিলো, অল টাইম হাই হতে মাত্র 4 হাজার বাকী ছিলো। মার্কেট পজিশন বেশ ভালো, হয়তো দুই এক দিনের মধ্যে অল্ট টাইম হাই দেখা যেতে পারে।
এছাড়া অন্যসকল অল্টকয়েন গুলো দেখেছেন? কয়েকদিনে বেশ পাম্প করেছে, BNB ৬০০ ডলার থেকে বর্তমানে ৬৫৯ ডলার, SOL এর দামও বেশ ভালোই আপ হয়েছে। ইথেরিয়ামের দামও দেখি বেশ পাম্প করেছে, ১৮০০ ডলার থেকে ২৬০০ ডলারে উঠেছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বিরতির মধ্যস্থতা হওয়ার পথে
গোমূত্র খোররা আগেই বুঝতে পেরেছে যে যুদ্ধ হলে নিজেদেরই বেশি ক্ষতি হবে, তাই তারা ভয়ে যুদ্ধ বিরতীর সিদ্ধান্ত নিয়েছে। যাইহোক, এটাই ভালো হবে, যুদ্ধ মানেই ক্ষতি উভয় দেশেই ক্ষতি হতো, তারা যে সিদ্ধান্ত নিয়েছে এটাই ভালো হবে।
আরও একটি নিউজ দেখলাম, ডোনাল্ড ট্রাম্প কী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে?