Post
Topic
Board Other languages/locations
Merits 11 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 11/05/2025, 00:57:31 UTC
⭐ Merited by Xal0lex (10) ,Mahiyammahi (1)
বিশ্ব মা দিবস, প্রত্যেক মা ভালো থাকুক

আজকে মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ আজকে বিশ্ব মা দিবস। পৃথিবীর প্রত্যেকটি মা ভালো থাকুক সেই শুভ কামনা করছি। আজকের এই দিনটি পৃথিবীর বিভিন্ন দেশে মায়েদের সম্মানার্থে পালন করে থাকে। যদিও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দিনে বিশ্ব মা দিবস পালন করে থাকে তবুও আজকের দিনটি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে মা দিবস পালন করবে। মা যে আল্লাহতালার কত বড় নেয়ামত সেটা কেবল যার মা নেই সেই বুঝতে পারবে। পৃথিবীর সমস্ত ভালবাসা দিয়ে আগলে রাখা একমাত্র প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মা। পৃথিবীতে মায়ের মত দ্বিতীয় ভালোবাসার মানুষ নেই। পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অবহেলিত মায়েরা ভালো থাকো। যাদের মা পরপারে চলে গেছে তাদের পরকালিক জীবন সুখের হোক সে দোয়াই রইল।