----
আমাকে সবচাইতে বেশি অবাক করেছে একটা ব্যাপার যে, এই যুদ্ধের কারনে ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো প্রভাব পড়েনি। সাধারনত যুদ্ধ শুরু হলে গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়ে। যেমন যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিলো, পুরো গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়েছিলো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়েছিলো এবং কিছু কিছু পণ্যের দাম ব্যাপক হারে কমেছিলো। ক্রিপ্টো মার্কেট সে সময়ে অনেক বেশি ভলাটাইল ছিলো সেই সময়ে।
তবে ভারত পাকিস্তানের যুদ্ধে ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। উল্টো যদি বলি, মার্কেট আরো বেশি পাম্প করেছে। যদিও পাম্প করার কারন এই যুদ্ধ না। এখন যেহেতু যুদ্ধ বন্ধ হলো, আশা করি এটা আরো পজিটিভিটি নিয়ে আসবে।