----
আমাকে সবচাইতে বেশি অবাক করেছে একটা ব্যাপার যে, এই যুদ্ধের কারনে ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো প্রভাব পড়েনি। সাধারনত যুদ্ধ শুরু হলে গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়ে। যেমন যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিলো, পুরো গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়েছিলো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়েছিলো এবং কিছু কিছু পণ্যের দাম ব্যাপক হারে কমেছিলো। ক্রিপ্টো মার্কেট সে সময়ে অনেক বেশি ভলাটাইল ছিলো সেই সময়ে।
তবে ভারত পাকিস্তানের যুদ্ধে ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। উল্টো যদি বলি, মার্কেট আরো বেশি পাম্প করেছে। যদিও পাম্প করার কারন এই যুদ্ধ না। এখন যেহেতু যুদ্ধ বন্ধ হলো, আশা করি এটা আরো পজিটিভিটি নিয়ে আসবে।
পুরো পৃথিবী জানে ভারত ও পাকিস্তানের মধ্যে এরকম যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি পূর্ব ইতিহাস থেকে। এজন্য পৃথিবীর মানুষগুলো ভারত ও পাকিস্তানের এইরকম শত্রুভাবাপন্ন পরিস্থিতি দেখে বিস্মিত হয়নি। সাধারণত কাশ্মীর ইস্যুতে ভারতের ও পাকিস্তানের মধ্যে মাঝেমধ্যে এইরকম সংঘাতের সৃষ্টি হয়। ক্রিকেট খেলাতে ও পাকিস্তান ও ভারতের মধ্যে তুমুল প্রতিযোগিতামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। এটা আমরা বহু বছর ধরেই দেখে আসছি ভারত ও পাকিস্তান কেউ কাউকে ছাড় দিয়ে চলতে চায় না। যার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে এবং পুরা পৃথিবীতে এই বিষয়টা ছড়িয়ে গেলেও ক্রিপ্টো মার্কেটে কোন পরিবর্তন আনতে পারেনি। এর আগে দেখা গেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে ক্রিপ্টো মার্কেটে ব্যাপক প্রভাব পড়েছিল। কিন্তু এবার দেখা গেছে সম্পূর্ণ উল্টো যেখানে পুরো পৃথিবীতে ভারত পাকিস্তানের যুদ্ধের ভয়াবহ সম্ভাবনা সৃষ্টি হওয়া সত্ত্বেও মার্কেট একটা ঘণ্টার জন্য নিম্নমুখী পিক দেয়নি। তাছাড়া আরো একটি কারণ হচ্ছে পৃথিবীতে বেশ কয়েকটি দেশ স্ট্রাটেজিক বিটকয়েন রিজার্ভের প্রতি গুরুত্ব আরোপ করছে যার কারণে মার্কেটে সাময়িক প্রভাব হওয়ার সম্ভাবনা থাকলেও সব সময় পজিটিভ টেন্ডে রয়েছে।