Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 11/05/2025, 15:34:54 UTC
আমি প্রথমে বলে নিচ্ছি এটি পাকিস্তানি ক্রিকেট [PSL  2025 ] বিষয়ে আলোচনা।।
পাকিস্তান সুপার লীগ (PSL) 2025
এটি অনেকদিন যাবতীয় বন্ধু আছে আমার মতে এটি আবারো চালু করা হোক। PSL গড়িয়ে আর বাকি আছে  ৮ টি ম্যাচ এর মাঝেই ফিরে গিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। বাকি অংশ কি গড়াবে এমন যখন ভাবনা তখন ( বাসিত আলী)  তার ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন। পিএসএল আবার শুরু হতে যাচ্ছে  ইনশাল্লাহ পাকিস্তানেই হবে আমি পিসিবি কে অনুরোধ করবো টুর্নামেন্টের যদি কোন ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন যেখানে স্টেডিয়াম গুলোর ক্লাবের ম্যাচগুলোতেও ক্রিকেটপ্রেমী সমর্থকদের দিয়ে পরিপূর্ণ থাকে।

PSL এ অবশিষ্ট রয়েছে মাত্র ৮ ম্যাচ যার লীগ পর্বে ৪ টি আর প্লে অফ আর ফাইনাল দিয়ে আরও ৪ টি এখন।

আমার মধ্যে পিএসএল বাংলাদেশের চাই আপনার মতামত কি? 

যুদ্ধের যাবতীয় বন্দোবস্তের সমাধান না হলে কোন অবস্থাতে পিএসএল অথবা আইপিএল খেলা শুরু হবে না। আমরা ইতিমধ্যেই জেনেছি যে দুবাই পিএসএল এর বাকি ম্যাচগুলো স্পন্সর করবে তাই বাংলাদেশে পাকিস্তান সুপার লিগ হওয়ার কোন সম্ভাবনা নেই। তাছাড়া আমি বাংলাদেশে পাকিস্তান সুপার লিগ হওয়াকে সমর্থন করি না। ছোট্ট দেশ এখানে কোন দিক থেকে কি না কি ঘটে যাবে সেটার নিরাপত্তা দিতে পারবে না। এজন্য দুবাই নিরাপদ জোন হিসাবে মনে হয়।

তবে দুবাই যদি পাকিস্তান সুপার লিগ চালাতে অপারগ হয় অথবা বিজনেসের স্বার্থে আই পি এল চুজ করে নেয় সেক্ষেত্রে বাংলাদেশ দুবাইয়ের বিকল্প হতে পারে। বাংলাদেশে পাকিস্তান সুপার লিগ হলে উত্তেজনার অভাব থাকবে না এবং মাঠ পরিপূর্ণ রূপে দর্শক থাকবে। ক্রিকেটের রিসেন্ট আপডেট হলো বিসিসিআই দুবাইকে অনুরোধ করেছিল পরবর্তী ম্যাচগুলো চালানোর জন্য কিন্তু দুবাই সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে। এবং দুবাই সরকার এটাও জানিয়েছে তারা পাকিস্তান সুপার লিগের পরবর্তী ম্যাচগুলো চালানোর অনুমতি দেবে। এক্ষেত্রে ডুবাই যদি প্রত্যাখান করত তাহলে হয়তো বাংলাদেশ পাকিস্তান সুপার লিগের জন্য ঠিক ছিল।