। এর আগে দেখা গেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে ক্রিপ্টো মার্কেটে ব্যাপক প্রভাব পড়েছিল। কিন্তু এবার দেখা গেছে সম্পূর্ণ উল্টো যেখানে পুরো পৃথিবীতে ভারত পাকিস্তানের যুদ্ধের ভয়াবহ সম্ভাবনা সৃষ্টি হওয়া সত্ত্বেও মার্কেট একটা ঘণ্টার জন্য নিম্নমুখী পিক দেয়নি। তাছাড়া আরো একটি কারণ হচ্ছে পৃথিবীতে বেশ কয়েকটি দেশ স্ট্রাটেজিক বিটকয়েন রিজার্ভের প্রতি গুরুত্ব আরোপ করছে যার কারণে মার্কেটে সাময়িক প্রভাব হওয়ার সম্ভাবনা থাকলেও সব সময় পজিটিভ টেন্ডে রয়েছে।
আরে ভাইয়েরা এইটা একটা যুদ্ধ হলো, এটা তো অনেক দেশ স্বাভাবিক মনে করেছে, আর এই যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটে প্রভাব ফেলবে, তাদের যুদ্ধ ২ দিনই স্থায়ী হলো না, আর মিডিয়া বেশি বেশি দেখিয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের সময় বিভিন্ন বেনামী গোষ্ঠী থেকে বিটকয়েনের ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে ইউক্রেনকে সাহায্য করেছে, হয়তো ক্রিপ্টো মার্কেটে প্রভাব ফেলার এটিও একটি কারন ছিলো। ভারত পাকিস্তান যুদ্ধে কোন দেশ ক্রিপ্টো দিয়ে সাহায্য করেছে? কেউ না। হয়তো পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের কারনেও ক্রিপ্টো মার্কেটে প্রভাব পড়তো, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হত।
আমি যে কয়েকটা নাম বিহীন টোকেনে ইনভেষ্ট করেছি, সেগুলো এখন মুখ থুবড়ে পড়ে আছে। অল্টসিজন আসুক আর যেই সিজন ই আসুক, সেগুলো আর রিকভার করার মতো সমূহ সম্ভাবনা নেই।
ভাই আমিও যে কয়েনগুলোতে বিনিয়োগ করেছিলাম, সেগুলো অল্ট সিজন আসুক বা না আসুক দাম আর পূর্বের ATH ভাঙতে পারবে না। আর আমার লস রিকোভার করা সম্ভব হবে না, আমার মনে হয় ২০২৯ সালেও সম্ভব হবে না, যার জন্য এই টোকেন গুলো ফলো করা বাদ দিয়ে দিছি। জীবনটা লস আর লস।