ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের বিষয়গুলো অতি নগণ্য বলে মনে হয়। একদম সাধারন একটা বিষয় নিয়ে যুদ্ধ করতেছে। এই যুদ্ধে ইন্ডিয়া কোনদিনই পারবে না এটা একদম সঠিক। আর এই যুদ্ধে ইন্ডিয়া পাকিস্তান যতই ক্ষতিগ্রস্ত হোক না কেন এগুলো কখনোই ক্রিপ্টো মার্কেটের উপর প্রভাব হিসেবে আসবে না।
কি নিয়ে যুদ্ধ হচ্ছে, সেটা আসলে ব্যাপার না। যুদ্ধ হওয়াটাই একটা খারাপ জিনিস এবং মার্কেটে এটার নেগেটিভিটি ছড়িয়ে যেতে পারে। তবে আমি একমতে এক দিক দিয়ে, সেটা হচ্ছে তাদের যুদ্ধ অনেকটা ইউজুয়াল। তারা যেহেতু চিরশত্রু, সব সময় ই যুদ্ধ যুদ্ধ একটা ভাব লেগেই থাকে। তবে এই যুদ্ধ ক্রিপ্টো মার্কেটে কোনো প্রভাব ফেলবে না, সেটা যতই ক্ষতিগ্রস্থ হোক, এই লজিক আপনি কেমনে দেন? ম্যাসিভ আকারে যুদ্ধ শুরু হলে অবশ্যই সেটার প্রভাব গ্লোবাল মার্কেটে পড়বে।
আপনার মনে রাখা উচিৎ যে দুই দেশই পারমানবিক শক্তিধর দেশ। পারমানবিক বোমা বা মিসাইল কিছুর ব্যাবহার হলেই সেটা উভয় দেশের জন্য খারাপ ফল বয়ে আনবে। ট্রাম্প সেটা খেয়াল করেই দুই দেশের মাঝে মিডেল পমেন্ট হয়ে কাজ করেছে।