|
| |
| |
| |
| 🥈 2/3rd place | | 🥇 1st place | | 🥉 4/5th place | |
|
| |
| |
| |
| Prize of $500 | | Prize of $1000 | | Prize of $250 | |
|
| |
| |
| |
| | | | | | |
অবশেষে আনুষ্ঠানিকভাবে বিটকয়েনটক পিজ্জা ডে ২০২৫ প্রতিযোগিতা শুরু হয়েছে। ২২শে বিটকয়েনটক পিজ্জা ডে উপলক্ষে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়ে থাকে, লাসজেলো নামক একজন ব্যক্তি ২ টি পিজ্জার জন্য ১০০০০ হাজার বিটকয়েন খরচ করেছিলেন, তাই ২২শে মে বিটকয়েনটক পিজ্জা ডে উদযাপন করা হয়ে থাকে।
এবারের স্পন্সরে রয়েছে Sportsbet.io। গত বছরের মতো এবছরেও ৫ জন বিজয়ী থাকবে, সর্বোমোট ২৫০০ ডলার বরাদ্দ রয়েছে, যার মধ্যে ১ম প্রাইজ =১০০০ ডলার, ২য়-৩য় প্রাইজ= ৫০০ ডলার, ৩য় ও ৪র্থ প্রাইজ= ২৫০ ডলার। এবারের প্রতিযোগিতাটি চলবে ১৩ই মে থেকে ৯ই জুন পর্যন্ত আপনারা পিজ্জা সাবমিট করতে পারবেন, ২ ছবি সহ পোস্ট করতে হবে। এবছর নতুন করে কোন থ্রেড ক্রিয়েট করা হয় নাই, পুরনো থ্রেডেই পিজ্জা সাবমিট করতে হবে। যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আজকে থেকেই শুরু করতে পারেন, ৯ই জুন পর্যন্ত। সকলের জন্য শুভকামনা।
লিংক