Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BD User
on 13/05/2025, 19:10:40 UTC
আসসালামু ওয়ালাইকুম বাংলাভাষী।  আশা করি সবাই ভালো আছেন। 

আমরা হয়তো ফোরামে অনেকেই লাইটনিং নেটওয়ার্ক সম্পর্কে জানি এবং NotATether এর  🔥 GingerWallet.io | LN Quest ⚡Up to 50 merits থ্রেডটি দেখেছি। আমি কয়েকদিন আগে এই থ্রেডটি সম্পর্কে জানতে পারি এবং এটি নিয়ে গবেষণা শুরু করি।  যদিও তখন আমি এটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে গবেষণা করিনি।  কিন্তু যখন আমি দেখতে পাই কিছু কিছু মেম্বার এই লাইটনিং নেটওয়ার্ক এ নোড সম্পূর্ণ সিংক করতে সক্ষম হয়েছে এবং তারা এটির জন্য পুরস্কারও পেয়েছে।  তখন আমার এই গবেষণা আরো গভীরভাবে শুরু হয়। 

আমি ৩ দিন যাবৎ নোডটি রান করার চেষ্টা করছি কিন্তু বার বার ব্যার্থ হয়েছি।  এমনকি এআই এর সাহায্য নিয়েও আমি এটি সম্পূর্ণ করতে পারছি না।  বিটকয়েন কোর  ইন্সটল করার পর সেটিকে কনফিগারেশন করেছি এবং এই ধাপ সম্পূর্ণ করেছি। এমনকি গাইড অনুসারে আমি জাভা ব্যাবহার করে Eclair v0.12.0 ল্যাটেস্ট ভার্সন ডাউনলোড করেছি।  কিন্তু এটি ইন্সটল করার ক্ষেত্রে আমার মূল সমস্যা হচ্ছে Eclair ফাইলটি কনফিগারেশন করার জন্য জাভা ফাইলটি সাপোর্ট করছে না।  জাভা লেটেস্ট ভার্সন ইন্সটল করার পরও  Eclair.conf ফাইল ব্যাবহার করতে পারছি না।  যার ফলে আমার জন্য পরবর্তী ধাপে পৌঁছানো সম্ভব হচ্ছে না। একটি বিষয় পরিষ্কার করতে চাই যে , আমি একজন Windows ব্যাবহারকারী।
 
এই সমস্যাটি সমাধানে কি কেউ আমাকে সাহায্য করতে পারবেন? নোডটি  কমপ্লিট করার জন্য আমার কি কি ভুল হচ্ছে এবং পরবর্তীতে কি করতে হবে সেটি নিয়ে আমাকে অবশ্যই কেউ পরামর্শ দিবেন অথবা সাহায্য করবেন।  যদিও দেখেছি আমাদের বাংলা বোর্ডের @Mahiyammahi এটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে এবং পুরস্কারও পেয়েছে।