লেখক: Upgrade00অরিজিনাল টপিক: [GUIDE] Overview of the trust flags
আমি নতুন ট্রাস্ট সিস্টেম নিয়ে একটি গবেষণার মাধ্যমে এই গাইডটি তৈরি করার চেষ্টা করেছি, যাতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারে ট্রাস্ট সিস্টেম কী এবং এটি কীভাবে কাজ করে।
এই গাইডে উল্লিখিত সকল অ্যাকাউন্ট কেবলমাত্র উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে যে অভিযোগগুলোর উল্লেখ আছে, আমি সেগুলোর কোনোটি সমর্থন বা বিরোধিতা করছি না।
ট্রাস্ট ফ্ল্যাগ কি?ট্রাস্ট সিস্টেমকে আরও বৈচিত্র্যময় ও কার্যকর করার উদ্দেশ্যে ট্রাস্ট ফ্ল্যাগ চালু করা হয়েছিল।
পরিচিতিমূলক থ্রেড::
https://bitcointalk.org/index.php?topic=5153344.0এবং অন্যদের সতর্ক করার জন্য যে নিচের ইউজারটির বিরুদ্ধে লিখিত চুক্তি ভঙ্গের অভিযোগ রয়েছে এবং তার স্ক্যামার হবার সম্ভবনা আছে।
পূর্বে যেই ট্রাস্ট সিস্টেম ছিলো সেখানে একজন ইউজারের ট্রাস্ট হিস্টোরির একটি সারাংশ প্রদান করা হতো। এর মাধ্যমে একজন ইউজার কতটা বিশ্বাসযোগ্য তার একটা সাধারণ আইডিয়া পাওয়া যেতো।
ট্রাস্ট সিস্টেমের মাধ্যমে নেগেটিভ, পজেটিভ বা নিউট্রাল ফিডব্যাক দেয়া হয়। কিন্তু ট্রাস্ট ফ্ল্যাগ শুধুমাত্র নেগেটিভ ফিডব্যাকের জন্য ব্যবহৃত হয়। ট্রাস্ট ফিডব্যাক ডিলিট করা সম্ভব, কিন্তু ট্রাস্ট ফ্ল্যাগ একবার চালু হলে সেটি আর ডিলিট করা যায় না।
ট্রাস্ট ফ্ল্যাগটি চালু থাকার জন্য বিরোধিতার থেকে কমপক্ষে তিনজন বেশি সাপোর্ট থাকতে হবে (
n.b - মানে যদি একজন বিরোধিতা করে তাহলে টোটাল চারজনের অপরপক্ষে সাপোর্ট প্রয়োজন)। শুধুমাত্র আপনার ট্রাস্ট গ্রুপের সাপোর্ট কাউন্ট করা হবে, গেস্ট ইউজারদের ক্ষেত্রে, ডিফল্ট ট্রাস্ট ব্যবহৃত হবে।
ট্রাস্ট ফ্ল্যাগের ধরন-
নিউবি ওয়ার্নিং ফ্ল্যাগ: এটা দেয়া হয় অন্যান্য ইউজারদের দেয়া প্রমাণাদির ভিত্তিতে, এটা সরাসরি আপনার সাথে যুক্ত নাও থাকতে পারে।
এটি ওয়ার্নিং হিসেবে ইউজারদের টপিকের উপরে দেখা যাবে এবং এটি শুধুমাত্র নিউবি গেস্ট এবং অন্যান্য মেম্বার যাদের লগিন টাইম ৭ দিনের কম তারা দেখতে পাবে। অপরদিকে অন্যান্য ইউজাররা শুধু '#' চিহ্নটি দেখতে পাবে ইউজারের ট্রাস্ট স্কোরের পাশে।
পাশে থাকা ইউজারটির ক্ষেত্রে দেখুন,
The-One-Above-All. এই একাউন্টটিতে একটি নিউবি ওয়ার্নিং ফ্ল্যাগ আছে যা তার প্রোফাইলের উপরে দেখা যায়।
-:
চুক্তি-ভঙ্গ ফ্ল্যাগ: আপনার সাথে সরাসরি সম্পৃক্ত এমন কোনো কারণে এই ফ্ল্যাগটি দেয়া হয়। উদাহরণস্বরূপ, ইউজার
SafeDice এর উপর ইউজার
NLNico একটি ট্রাস্ট ফ্ল্যাগ চালু করে এবং সেখানে সে বিরোধিতার তুলনায় সাপোর্ট বেশি পায় (>৩)। এই ফ্ল্যাগটি (অভিযুক্ত স্ক্যামার) সেই ইউজারের ট্রাস্ট পেজে দেখাবে এবং একইসাথে তার সকল টপিকের উপর দেখাবে (সবাই দেখতে পাবে)।
এছাড়াও আপনি চাইলে এটি ইউজার
NLNico এর পাঠানো ফিডব্যাক থেকে দেখতে পাবেন।
যেসব ইউজার লগিন নেই তারাও ওয়ার্নিং মেসেজ পাবে
যেসব ইউজাররা লগ আউট অবস্থায় আছে তারাও এখন থেকে ট্রাস্ট সেকশনে ওয়ার্নিং মেসেজ দেখতে পাবে, শুধুমাত্র সেসব ক্ষেত্রে যখন কেউ একজন টপিক তৈরি করবে এবং তার প্রোফাইল ডিটি মেম্বার কর্তৃক পজিটিভ ট্রাস্টের থেকে নেগেটিভ ট্রাস্ট বেশি থাকবে।

• এক্টিভ ফ্ল্যাগ হলুদ কালারে দেখায়।
• চুক্তি ভঙ্গের ফ্ল্যাগটি লাল কালারে দেখা যাবে। এবং এরই সাথে এই মেসেজটি: "
Warning: Trade with extreme caution" ইউজারটির ট্রাস্ট স্কোরে দেখাবে।
• নিউবি ওয়ার্নিং ফ্ল্যাগগুলো থ্রেডের উপরে হলুদ এবং লাল কালারে দেখায়।
• একজন চাইলে নিউবি ওয়ার্নিং ফ্ল্যাগ এবং চুক্তি ভঙ্গের ফ্ল্যাগ দুইটিই ক্রিয়েট করতে পারবে।
• আপনি নিজস্ব-মডারেটেড থ্রেডের লিংক ব্যবহার করে ফ্ল্যাগ ক্রিয়েট করতে পারবেন না। সবার জন্য পরামর্শ থাকবে সরাসরি অভিযুক্ত স্ক্যামারের পোস্ট ব্যবহার না করে, পোস্টটিকে আগে আরক্রাইভ করুন এবং তারপর আলাদা একটি পোস্ট ক্রিয়েট করে সেখানে সকল প্রমাণাদি উপস্থাপন করুন।
কারা ফ্ল্যাগ চালু করতে পারবে?যেকোনো কেউ চাইলেই নিউবি ওয়ার্নিং ফ্ল্যাগ চালু করতে পারবে, তবে এটি দৃশ্যমান হওয়ার জন্য বিপক্ষের তুলনায় পক্ষে বেশি সাপোর্ট থাকতে হবে।
যেকোনো কেউ যিনি কিনা অন্য একজনের কাছে স্ক্যামের শিকার হইছে চাইলে চুক্তি ভঙ্গের ফ্ল্যাগ চালু করতে পারবে। আপনি কেবল আপনার ট্রাস্ট নেটওয়ার্কের ইউজারদের ক্রিয়েট করা ফ্ল্যাগ দেখতে পাবেন। এবং এটিতে যে কয়জন বিরোধীতা করবে তার থেকে তিনজন অতিরিক্ত সাপোর্টার লাগবে।
ইউজারদের প্রোফাইলে থাকা একটি লিঙ্কের মাধ্যমে ট্রাস্ট ফ্ল্যাগ তৈরি করা যেতে পারে
তবে আপনার কোনো ফ্ল্যাগ চালু বা সাপোর্ট করার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনার প্রমাণাদি আসলেই সত্য বা সঠিক কিনা;
আপনি যদি কাউকে স্ক্যামার বলেন বা কারও বলা স্ক্যাম সাপোর্ট করেন, তাহলে আপনি মূলত বলছেন, ওদের বিরুদ্ধে যেটা বলা হয়েছে, সেটা ঠিক। আর কেউ যদি জেনেশুনে ভুল তথ্যে সম্বলিত একটি ফ্ল্যাগ সাপোর্ট করে, তাহলে এটা স্পষ্টত এবিউস, এবং আমি যতদ্রুত সম্ভব এসব ব্যক্তিদের ডিটি নেটওয়ার্ক থেকে রিমুভ করার ব্যবস্থা করবো। এরই সাথে যারা অভ্যাসগতভাবে বারবার ভুল করে, হোক সেটা না জেনে, তাদেরকেও রিমুভ করা হবে।
ফ্ল্যাগ এক্টিভ থাকা অবস্থায় এটি কতদিন পর্যন্ত দেখা যাবে?মুক্তি/ক্ষমা করার স্পিরিটের জন্য, ৩ বছর পর স্ক্যামার ট্যাগ মেয়াদোত্তীর্ণ হয়ে যায় যদি ক্যাসুয়াল/ইমপ্লাইড চুক্তি হয়ে থাকে, এবং লিখিত চুক্তি হলে ঘটনার ১০ বছর পর সেটা মেয়াদোত্তীর্ণ হয়। এই মেয়াদোত্তীর্ণের সময় গুলো নির্দিষ্ট ক্ষেত্রে প্রশাসনিকভাবে পরিবর্তিত হতে পারে।
একজন ইউজার কতোগুলো ফ্ল্যাগ চালু করতে পারবে তার একটি নির্দিষ্ট লিমিট আছে:
[এই লিমিটগুলো দেয়া আছে:
- ১৮০ দিনে, আপনি প্রতিটি টাইপের জন্য ১টি করে ফ্ল্যাগ ক্রিয়েট করতে পারবেন একজনের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ, আপনি একজনকে ১৮০ দিনের মধ্যে একাধিকবার লিখিত চুক্তি লঙ্ঘনের ফ্ল্যাগ দিতে পারবেননা।
- গ্লোবালি, প্রতি বছর আপনি প্রতিটি এক্টিভিটি পয়েন্টের জন্য ১ টি করে ফ্ল্যাগ তৈরি করতে পারবেন।
ট্রাস্ট ফ্ল্যাগ সিস্টেম কি পূর্ববর্তী সকল নেগেটিভ ট্যাস্টকে বাতিল করে দেয়?প্রি-ফ্ল্যাগ সিস্টেমের আগের নেগেটিভ ট্রাস্টগুলো ট্রাস্ট ফ্ল্যাগে রূপান্তরিত হবে না তবে
- যদি প্রি-ফ্ল্যাগ সিস্টেমের নেগেটিভ ট্রাস্ট রেটিং এর সংখ্যা সমস্ত পজেটিভ রেটিং এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্র গেস্ট ইউজার এবং নিউবি যাদের লগিন টাইম তেমন বেশি না, তাদের একটা সর্তকতামূলক ব্যানার দেখানো হবে।
আপনাদের কোনো মতামত থাকলে, কোনো কিছু সংযোজক করতে হলে এবং কোনো জায়গায় ভুল সংশোধন করার প্রয়োজন হলে অবশ্যই জানাবেন।
গুরুত্বপূর্ণ কিছু লিংক -
• LoyceV's (Personal) Trust Flag viewer [daily updates]
অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে: