আসলে আপনাদের সবার পোস্ট দেখে আমি গতকাল বিটকয়েন কোর রান করতে গিয়েছিলাম. কিন্তু একটি সমস্যা হচ্ছে আমার মনে হয় প্রোপারলি Prunning করা হচ্ছে না. সেই পোষ্টের রিপ্লেতে গিয়ে দেখলাম সবার Prunning এর ভ্যালু কিছু না কিছু দেখাচ্ছে. কিন্তু আমার শূন্য দেখাচ্ছে. আরো একটি বিষয় আমি cache সাইজ 4GB করে দিয়েছি কিন্তু টাচ ম্যানেজার এ দেখলাম বিটকয়েন কোর খুব কম রেম খাচ্ছে । আমি NotATether এর দেয়া instruction এর মতই আমি bitcoin.conf ফাইল চেঞ্জ করেছি.
বিটকয়েন কোর নোড এর exe ফাইল ইনস্টল করার সময় সেখানে দেখবেন যে Prune Mode এ কত জিবি রাখবেন দেখাচ্ছে। সেখান থেকে আপনার অনুযায়ী রাখবেন। আমি সাজেস্ট করব এটলিস্ট ১০জিবি রাখতে।
নোট প্যাড এডিট করে করতে হবে না। ইনস্টল করার সময় একটু খেয়াল করে করবেন