আসলে আপনাদের সবার পোস্ট দেখে আমি গতকাল বিটকয়েন কোর রান করতে গিয়েছিলাম. কিন্তু একটি সমস্যা হচ্ছে আমার মনে হয় প্রোপারলি Prunning করা হচ্ছে না. সেই পোষ্টের রিপ্লেতে গিয়ে দেখলাম সবার Prunning এর ভ্যালু কিছু না কিছু দেখাচ্ছে. কিন্তু আমার শূন্য দেখাচ্ছে. আরো একটি বিষয় আমি cache সাইজ 4GB করে দিয়েছি কিন্তু টাচ ম্যানেজার এ দেখলাম বিটকয়েন কোর খুব কম রেম খাচ্ছে । আমি NotATether এর দেয়া instruction এর মতই আমি bitcoin.conf ফাইল চেঞ্জ করেছি.
.......
অনেক খোঁজাখুঁজির পরও এই নোট রান নিয়ে বাংলা টিউটোরিয়াল পেলাম না.
এই বিষয়ে আহামরি তেমন কোনো গাইড বা টুউটোরিয়াল নাই বাংলা সেকশনে। আর আপনার মনে হওয়া না হওয়া ম্যাটার করে না। জাস্ট দেখেন "progress/sync" বার উপরে যাচ্ছে কিনা। আর প্রথম প্রথম মনে হতে পারে হয়তো কিছু ঠিক নাই, হয়তো কোনো সেটিং ভুল হইছে, বাট আসলে তেমন না।
আপনি যখন বিটকয়েন কোর রান করতেছেন তখন এটা সম্পূর্ন বিটকয়েন ব্লকচেইনে বিদ্যমান (আজ পর্যন্ত যত ট্রানজেকশন হইছে) সব ট্রানজেকশন ডাউনলোড করতেছে আর ভ্যালিডেট করতেছে। এটার বর্তমান সাইজ ৬০০+ জিবি, সো টাইম লাগাই স্বাভাবিক। আমার ১০ এমবিপিএস লাইন দিয়েও ১৬-১৭ দিন সময় লাগছিলো। সো প্রোগ্রেস অনেক স্লো হবে। আমি দিন রাত ২৪/৭ বিটকয়েন কোর ল্যাপটপে রান করে রাখতাম। আপনার যদি ডেইলি এভাবে ২-৫% ও প্রগ্রেস sync হয় তাহলে বুঝবেন সব ঠিক আছে।
আর pruning এর বিষয়টা হলো। যেসব অংশ অলরেডি ভ্যালিডেট করা হয়ে গেছে সেসব পার্ট ডিলিট করে ফেলা। কারন নরম্যালি আমাদের ৬০০+ জিবি জায়গা থাকেনা ল্যাপটপ বা ডিভাইসে। সে যদি আপনি ১০ জিবি লিমিট করে রাখেন, তাহলে ১০ জিবি ডাউনলোড হবে, ভ্যালিডেট করবে, ডিলিট করবে, ঐ ১০ জিবির সাইজ লিমিট ক্রস করবে না। আশা করি বুঝতে পারছেন কিছুটা হলেও।